রোজ প্রায় আনুমানিক ৫০০ কাপের মত চা বিক্রি হচ্ছে এই দোকানের। চায়ের দোকানের মালিক সুবীর সরকার জানান, "সাধারণ লাল চা কিংবা দুধ চা তো সকলেই খেয়ে থাকেন। তবে মশলা দুধ চা সব জায়গায় পাওয়া যায় না। তবে যদি তা আবার হয় তন্দুরি মশলা দুধ চা তবে তো আশা অনেকটাই কম। তবে তার দোকানে এই চা পাওয়া যাচ্ছে একদম স্বল্প দামে। প্রচুর মানুষ ভিড় করছেন তার চায়ের দোকানে এই চায়ের স্বাদ নিতে। প্রতিদিন প্রচুর চা বিক্রি হচ্ছে। তবে কোচবিহারের মানুষেরা সারা দিনের তুলনায় সন্ধের অন্ধকার নামার পর চা খেতে বেশি পছন্দ করেন। তাই সেই সময়ে বেশি ভির থাকছে দোকানে।"
advertisement
চায়ের দোকানের গুগল ম্যাপ লিঙ্ক:
কোচবিহারে চায়ের দোকান রয়েছে প্রচুর। তবে একটু অন্যরকম নতুন ধরনের চা এর দোকান একদম কম। তবে এই নতুন চায়ের দোকান ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে নিত্য নতুন ধরনের চা বিক্রি করার মাধ্যমে। কোচবিহারের মানুষের মুখে মুখে এই চায়ের দোকানের নাম শোনা যাচ্ছে। তবে আগামীদিনে আরও নিত্য নতুন ধরনের চা কোচবিহারের মানুষের জন্য নিয়ে আসার ইচ্ছে রয়েছে দোকানের মালিকের। এমনটাই জানিয়েছেন তিনি। তার দোকানে চায়ের স্বাদ নিয়ে আসা অধিকাংশ মানুষের বক্তব্য, "স্বল্প দামে ভাল মানের চায়ের স্বাদ নিতে চাইলে অবশ্যই আসা উচিত এই দোকানে।"
Sarthak Pandit





