এই বিষয়ে ঠিকাদার সংস্থাকে নিশানা করেছেন গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, খারাপ গুণমানের দ্রব্য দিয়ে কাজ করছে ওই ঠিকাদার। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও তারা কোন পদক্ষেপ করেননি বলে দাবি এলাকার মানুষের। তাই বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভ দেখান বলে জানিয়েছেন।
আরও পড়ুন: পরিবেশবান্ধব উপাদানে সেজে উঠল ওয়াল আর্ট
advertisement
বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং ঠিকাদার সংস্থাকে ফোন করা হলেও তাঁদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য এই কালভার্টটি তৈরি দাবি ছিল দীর্ঘদিনের। শেষ পর্যন্ত রেল দফতর এটি তৈরির জন্য অর্থ বরাদ্দ করে। তবে টেন্ডার করা হয় স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের বালি ও সিমেন্ট ব্যবহার করছেন। সেই সঙ্গে লোহার রড ছাড়াই এত বড় কাজ হচ্ছে।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 4:56 PM IST