আরও পড়ুন: বিরোধী জোটের নাম ‘I N D I A ?’, মোদির বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা বিরোধী দলগুলি
গৌতম রায় নামে এক গ্রামবাসী এই প্রসঙ্গে বলেন, নদী ভাঙন প্রতি বছরের মতো এই বছরও শুরু হয়ে গিয়েছে। পাড় ভাঙতে ভাঙতে গ্রামের মূল রাস্তার পাশে চলে এসেছে নদী। এইভাবে ভাঙন অব্যাহত থাকলে গ্রামের মূল রাস্তা যেকোনও সময় তলিয়ে যাবে। গ্রামের স্কুলটিও খুব দ্রুত নদীগর্ভে চলে যাবে বলে তাঁদের আশঙ্কা। জেলা প্রশাসনকে গোটা বিষয়টি জানালেও তাঁরা কোনরকম ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ।
advertisement
এদিকে একের পর এক চাষের জমি নদী গর্ভে তলিয়ে যাওয়ায় কোচবিহারের এই দুই গ্রামে বাসিন্দারা আর্থিকভাবেও বিপর্যয়ের মুখে পড়েছেন। কী করে আগামী দিনে তাঁরা সংসার চালাবেন ভেবে পাচ্ছেন না। প্রশাসন আদৌ কোনও ক্ষতিপূরণ দেবে কিনা তা নিয়েও সংশয়ে গ্রামবাসীরা।
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 3:28 PM IST