TRENDING:

Coochbehar News: পাড় ভাঙতে ভাঙতে গ্রামের রাস্তায় উঠে এসেছে নদী! ঘুম ওড়ার জোগাড় গ্রামের মানুষের

Last Updated:

বিঘের পর বিঘে চাষের জমি নদী গর্ভে চলে যাওয়ায় মাথায় হাত কোচবিহারের পাটছড়া ও ঝলঝলি গ্রামের বাসিন্দাদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: নদী ভাঙনে জর্জরিত কোচবিহারের পাটছড়া ও ঝলঝলি গ্রাম। সীমান্তবর্তী এলাকার এই দুই গ্রামের একের পর এক জমি নদী গর্ভে চলে যাচ্ছে। প্রায় ৪০০-৫০০ বিঘা চাষের জমি ইতিমধ্যেই তলিয়ে গেছে। ভয়ে অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে গ্রামবাসীদের বেঁচে থাকাটাই প্রশ্নের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে তাঁদের অভিযোগ, ভাঙন সমস্যা ক্রমশ বাড়লেও জেলা প্রশাসন কোনও সাহায্য করছে না।
advertisement

আরও পড়ুন: বিরোধী জোটের নাম ‘I N D I A ?’, মোদির বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা বিরোধী দলগুলি

গৌতম রায় নামে এক গ্রামবাসী এই প্রসঙ্গে বলেন, নদী ভাঙন প্রতি বছরের মতো এই বছরও শুরু হয়ে গিয়েছে। পাড় ভাঙতে ভাঙতে গ্রামের মূল রাস্তার পাশে চলে এসেছে নদী। এইভাবে ভাঙন অব্যাহত থাকলে গ্রামের মূল রাস্তা যেকোনও সময় তলিয়ে যাবে। গ্রামের স্কুলটিও খুব দ্রুত নদীগর্ভে চলে যাবে বলে তাঁদের আশঙ্কা। জেলা প্রশাসনকে গোটা বিষয়টি জানালেও তাঁরা কোনরকম ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ।

advertisement

View More

এদিকে একের পর এক চাষের জমি নদী গর্ভে তলিয়ে যাওয়ায় কোচবিহারের এই দুই গ্রামে বাসিন্দারা আর্থিকভাবেও বিপর্যয়ের মুখে পড়েছেন। কী করে আগামী দিনে তাঁরা সংসার চালাবেন ভেবে পাচ্ছেন না। প্রশাসন আদৌ কোন‌ও ক্ষতিপূরণ দেবে কিনা তা নিয়েও সংশয়ে গ্রামবাসীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: পাড় ভাঙতে ভাঙতে গ্রামের রাস্তায় উঠে এসেছে নদী! ঘুম ওড়ার জোগাড় গ্রামের মানুষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল