দ্রুত কাজটি সম্পন্ন করে এদিন এই পাম্প হাউস দুটের শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘদিন থেকেই পরিশ্রুত পানীয় জলের দাবিতে পথে নামতে দেখা যাচ্ছিল এলাকাবাসীদের। দফায় দফায় পথ অপরাধ করে বিক্ষোভ দেখান তারা। অবশেষে দীর্ঘ টালমাটালের পরে ২০১২ সালে পৌর নির্বাচনের পর দুইটি ওয়ার্ডের জন্য পাম্প হাউজের শুভ উদ্বোধন হয়।
advertisement
আরও পড়ুনঃ রাত জেগে চলছে প্রতিমা তৈরির কাজ! কর্মব্যস্ততা তুঙ্গে প্রতিমা শিল্পীদের
রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "এলাকায় পরিশ্রুত পানীয় জলের দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু, কিছু কারণে পরিষেবা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি এতদিন। পাম্প হাউসের কাজ আগেই শেষ হয়েছিল। আজ তার শুভ উদ্বোধন করা হলো। পৌরসভার নিয়ম অনুযায়ী দৈনিক তিনবার জলপাবেন এই এলাকার সমস্ত মানুষেরা।"
আরও পড়ুনঃ ভবানীগঞ্জ বাজারে আগুন! চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে
তবে পানীয় জলের সমস্যা সমাধান হওয়ার কারণে খুশি হয়েছেন এই দুই পৌর এলাকার সমস্ত নাগরিকেরা। ভবিষ্যতে আর জলকষ্টে ভুগতে হবে না এই দুই ওয়ার্ডের পৌর নাগরিকদের। এলাকার স্থানীয় বাসিন্দা সুরোজ দাস বলেন, "দীর্ঘদিনের জলকষ্টের কারণে আমরা বারংবার পথ অবরোধ করেছি। তবে এতদিনে আমাদের সেই কষ্টের অবসান হলো। আশা করছি ভবিষ্যত দিনে আমাদের আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন থেকে নিয়মিত তিন বেলা করে জল পাবো আমরা।"
Sarthak Pandit