TRENDING:

Cooch Behar News: ২টি নতুন পাম্প হাউস পেল নগরবাসী, খুশি সবাই

Last Updated:

দীর্ঘ চার বছরের জল সমস্যা সমাধান হতে চলেছে কোচবিহার পৌর এলাকার দশ ও এগারো নম্বর ওয়ার্ডের। এদিন ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য জলের পাম্পের শুভ উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : দীর্ঘ চার বছরের জল সমস্যা সমাধান হতে চলেছে কোচবিহার পৌর এলাকার দশ ও এগারো নম্বর ওয়ার্ডের। এদিন ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য জলের পাম্পের শুভ উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন দুই ওয়ার্ডের কাউন্সিলর রেবা কুন্ডু এবং যুথিকা রায় সরকার। ২০১০ সালে পৌর নির্বাচনের পর পৌর প্রধান পদে দায়িত্ব গ্রহণ করেন রেবা কুন্ডু সেই সময় পরিশ্রুত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও কোন এক অজ্ঞাত কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এরপর করোনা পরিস্থিতিতে কাজটি সম্পন্ন করা আরো জটিল হয় ওঠে। এ বছর করোনা পরিস্থিতি কিছু স্বাভাবিক হতেই তৎপর হয়ে ওঠে কোচবিহার পৌরসভা।
পাম্প হাউস উদ্বোধন
পাম্প হাউস উদ্বোধন
advertisement

দ্রুত কাজটি সম্পন্ন করে এদিন এই পাম্প হাউস দুটের শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘদিন থেকেই পরিশ্রুত পানীয় জলের দাবিতে পথে নামতে দেখা যাচ্ছিল এলাকাবাসীদের। দফায় দফায় পথ অপরাধ করে বিক্ষোভ দেখান তারা। অবশেষে দীর্ঘ টালমাটালের পরে ২০১২ সালে পৌর নির্বাচনের পর দুইটি ওয়ার্ডের জন্য পাম্প হাউজের শুভ উদ্বোধন হয়।

advertisement

আরও পড়ুনঃ রাত জেগে চলছে প্রতিমা তৈরির কাজ! কর্মব্যস্ততা তুঙ্গে প্রতিমা শিল্পীদের

রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "এলাকায় পরিশ্রুত পানীয় জলের দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু, কিছু কারণে পরিষেবা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি এতদিন। পাম্প হাউসের কাজ আগেই শেষ হয়েছিল। আজ তার শুভ উদ্বোধন করা হলো। পৌরসভার নিয়ম অনুযায়ী দৈনিক তিনবার জলপাবেন এই এলাকার সমস্ত মানুষেরা।"

advertisement

View More

আরও পড়ুনঃ ভবানীগঞ্জ বাজারে আগুন! চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে

তবে পানীয় জলের সমস্যা সমাধান হওয়ার কারণে খুশি হয়েছেন এই দুই পৌর এলাকার সমস্ত নাগরিকেরা। ভবিষ্যতে আর জলকষ্টে ভুগতে হবে না এই দুই ওয়ার্ডের পৌর নাগরিকদের। এলাকার স্থানীয় বাসিন্দা সুরোজ দাস বলেন, "দীর্ঘদিনের জলকষ্টের কারণে আমরা বারংবার পথ অবরোধ করেছি। তবে এতদিনে আমাদের সেই কষ্টের অবসান হলো। আশা করছি ভবিষ্যত দিনে আমাদের আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন থেকে নিয়মিত তিন বেলা করে জল পাবো আমরা।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ২টি নতুন পাম্প হাউস পেল নগরবাসী, খুশি সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল