Cooch Behar News: ভবানীগঞ্জ বাজারে আগুন! চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
হাতেগোনা মাত্র কয়েকটা দিন করোনার ভারাক্রান্ত মনকে কাটিয়ে স্বাভাবিক ছন্দে পুজোর আমেজে মেতে উঠেছে গোটা কোচবিহার। পুজোর মরশুমে গোটা ভবানীগঞ্জ বাজার ক্রেতাদের সমাগম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি।
#কোচবিহার : হাতেগোনা মাত্র কয়েকটা দিন করোনার ভারাক্রান্ত মনকে কাটিয়ে স্বাভাবিক ছন্দে পুজোর আমেজে মেতে উঠেছে গোটা কোচবিহার। পুজোর মরশুমে গোটা ভবানীগঞ্জ বাজার ক্রেতাদের সমাগম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। এই অবস্থায় হঠাৎ এদিন কোচবিহার ভবানীগঞ্জ বাজারের মারওয়ারি পট্টিতে শর্ট সার্কিটের ফলে ইলেকট্রিকের তারে আগুন লেগে যায়। এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ভবানীগঞ্জ বাজার চত্বরে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তবে কিছুদিন পর পর বারংবার এ ধরনের ঘটনা সামনে আসার ফলে রীতিমতো উদ্বিগ্ন হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। বাজার চলাকালীন সময়ে আজমকাই এই ঘটনা ঘটার ফলে পুজোর কেনাকাটা করতে আসা ক্রেতারা সকলেই প্রায় এদিক-ওদিক ছুটে পালিয়ে যান। এলাকার এক ব্যবসায়ী উজ্জ্বল পোদ্দার বলেন, "ভবানীগঞ্জ বাজারে কয়েক মাস বাদে বাদেই শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বারংবার। বিদ্যুৎ দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্বসহকারে নজর দেওয়া উচিত। পুজোর মরশুমে এই ঘটনায় আজকের ব্যবসাতে ক্ষতি হয়েছে কারণ আতঙ্কের জেরে অনেক ক্রেতারাই বাজার থেকে বেরিয়ে চলে গিয়েছেন। ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।"
advertisement
আরও পড়ুনঃ স্কুলে নেই মিড ডে মিল খাওয়ার শেড! চরম অসুবিধায় পড়ুয়ারা
কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ জানান, "কোচবিহার ভবানীগঞ্জ বাজারের বেহাল দশা। বাজারের ছাদ চুইয়ে চুইয়ে জল পড়ে এবং নিচে পেভার্স ব্লক দিয়ে কাদা উঠে আসে। এর ফলে ক্রেতা সহ ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিন। গোটা বাজার চত্বরে অলিতে গলিতে তারের জটলা এর ফলে আতঙ্কে রয়েছে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ টোটো চালকের অস্বাভাবিক মৃত্যু! ঘনাচ্ছে রহস্য, অভিয়ুক্তের বাড়ি ভাঙচুর
ঘটনাস্থল থেকে দমকল বিভাগের এক আধিকারিক জানান, "ভবানীগঞ্জ বাজারে যে ইলেকট্রিকের তার গুলো রয়েছে সেগুলো কে অতিসত্বর ঠিক করার জন্য বিদ্যুৎ দফতরকে জানানো হবে দমকলের পক্ষ থেকে। ইলেকট্রিকের তারগুলো যেভাবে রয়েছে যে কোন মুহূর্তে ভবানীগঞ্জ বাজারে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।"
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
September 10, 2022 7:19 PM IST