Cooch Behar: স্কুলে নেই মিড ডে মিল খাওয়ার শেড! চরম অসুবিধায় পড়ুয়ারা

Last Updated:

স্কুলের বারান্দায় বসে শীত-গ্রীষ্ম-বর্ষা, কড়া রোদ হোক কিংবা হোক বৃষ্টি, যে কোনও পরিস্থিতিতেই স্কুলের বারান্দায় বসেই মিড ডে মিল খেতে হয় স্কুল পড়ুয়াদের।

+
বারান্দায়

বারান্দায় মিড ডে মিল

#মাথাভাঙ্গা : স্কুলের বারান্দায় বসে শীত-গ্রীষ্ম-বর্ষা, কড়া রোদ হোক কিংবা হোক বৃষ্টি, যে কোনও পরিস্থিতিতেই স্কুলের বারান্দায় বসেই মিড ডে মিল খেতে হয় স্কুল পড়ুয়াদের। অনেকসময় বৃষ্টিতে ভিজেই মিড ডে মিল খাওয়া সারতে হয় খুদে পড়ুয়াদের। এমনই ছবি মাথাভাঙ্গা ১নং ব্লকের শিকারপুর কুসুম কুমারী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের। বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও স্কুলে ডাইনিং শেডের সম্প্রসারণ না হওয়ায় ক্ষোভদানা বেঁধেছে স্কুল পড়ুয়াদের অভিভাবক মহলে। মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়কের পাশেই কয়েক বিঘা জমির ওপর এই স্কুলটির অবস্থান। যেখানে সুবিশাল গেটের পড়েই ফাকা পড়ে রয়েছে স্কুলের মাঠ। কিন্তু নেই মিড ডে মিলের খাওয়ার জন্য কোনও পর্যাপ্ত ডাইনিং শেড।
 
 
advertisement
অগত্যা স্কুল মাঠে, বারান্দায়, ক্লাস রুমে বসেই মিড ডে মিলের খাবার খেতে হয় স্কুল পড়ুয়াদের। প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা প্রায় ১৬৪। প্রতিদিন গড়ে ১২০ থেকে ১২৫ জন ছাত্র-ছাত্রীর উপস্থিতি হয় স্কুলে। বিদ্যালয় চত্বরে যে মিড ডে মিলের ডাইনিং শেড রয়েছে তাতে ১৫ থেকে ২০ জনের বেশি ছাত্র-ছাত্রী একসাথে বসে খাবার খেতে পারেনা।
advertisement
 
 
মিড ডে মিলের জন্য বরাদ্দ স্কুল টাইমের কুড়ি মিনিটের মধ্যে ১২০ জন ছাত্র ছাত্রী কে একসাথে বসিয়ে খাবার খাওয়ানো সম্ভব না হওয়ায় বারান্দায়, ক্লাস রুমে বসে খাবার খেতে হচ্ছে স্কুল পড়ুয়াদের এমনাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দশ বছর আগে যে ডাইনিং শেড তৈরি করা হয়েছে। তবে তা সঠিক কাজেই আসে না। গোটা বিষয়টি নিয়ে স্কুল পড়ুয়ারা বেশ অসন্তুষ্ট। এই রকম অবস্থায় স্কুল পড়ুয়াদের মিড ডে মিল খাওয়াতে রীতিমত নাজেহাল হতে হয় শিক্ষকদেরও।
advertisement
 
তাঁরা সকলেই চান, স্কুলে দ্রুত গড়ে উঠুক নতুন মিড ডে মিল ডাইনিং হল। স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বর্মণ জানান, \"ডাইনিং শেডের জন্য স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতিকে একাধিকবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।\" বিষয়ে মাথাভাঙ্গা ১নং ব্লকের বিডিও সম্বল ঝা জানান,\"বিষয়টি নজরে রয়েছে আমাদের। আশা করি স্কুলের দ্রুত সমস্যা সমাধান করা সম্ভব হবে।\"
advertisement
 
 
 
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: স্কুলে নেই মিড ডে মিল খাওয়ার শেড! চরম অসুবিধায় পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement