Cooch Behar: টোটো চালকের অস্বাভাবিক মৃত্যু! ঘনাচ্ছে রহস্য, অভিয়ুক্তের বাড়ি ভাঙচুর

Last Updated:

কোচবিহারের ১নং ব্লকের গুয়াহাটি ১নং অঞ্চলের ভারত কলোনির অন্তর্গত রামকৃষ্ণ পল্লীর বছর ২০ বয়সের টোটো চালক তনুজ দেবনাথ।

অভি‌যুক্তের বাড়ি ভাঙচুর
অভি‌যুক্তের বাড়ি ভাঙচুর
#কোচবিহার : কোচবিহারের ১নং ব্লকের গুয়াহাটি ১নং অঞ্চলের ভারত কলোনির অন্তর্গত রামকৃষ্ণ পল্লীর বছর ২০ বয়সের টোটো চালক তনুজ দেবনাথ। সেই গ্রামেরই ছেলে সম্পদ সরকার গত মঙ্গলবার তার শ্বশুরবাড়ি আলিপুরদুয়ার নিয়ে যাবার জন্য ৪৫০ টাকা ভাড়ায় সম্পদ সরকারের টোটো ঠিক করে। এর পর তারা দুজনে গত মঙ্গলবার আলিপুরদুয়ারে যায়। কিন্তু, পরে সম্পদ সরকার নিজের বাড়ি ফিরে আসলেও সেই দিন থেকে তনুজ দেবনাথের আর কোন খোঁজ পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে এলাকার লোকজন সম্পদ সরকারের উপর চাপ প্রয়োগ করতে থাকলে সে নানা রকম অজুহাত দেখাতে থাকে।
 
 
advertisement
এতে এলাকার মানুষের সন্দেহ বেড়ে যায় তার ওপর। তারপর এলাকার সবাই মিলে সম্পদ সরকারকে পুলিশের হতে তুলে দেয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সম্পদ সরকারের উপর চাপ প্রয়োগ করার পর আলিপুরদুয়ার থেকেই তনুজ দেবনাথের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে সেই মৃতদেহ উদ্বার করে আলিপুরদুয়ার এর মর্গে নিয়ে রাখা হয়েছে।
advertisement
 
এরপর এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে সম্পদ সরকারের ওপর। এলাকা ক্ষিপ্ত জনতা সম্পদ সরকারের বাড়িঘর ভাঙচুরও চালায়। এলাকার বাসিন্দাদের দাবি, \"সম্পদ সরকারের কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করতে হবে প্রসাশনের। নাহলে তারা আরোও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।\" তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ কোচবিহার জেলা পুলিশ।
advertisement
 
প্রাথমিক সন্দেহে মনে করা হচ্ছে টাকা পয়সার লোভ নিজেদের মধ্যে বচসার কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। তবে এই বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকে জেরা করা হচ্ছে সম্পদ সরকারকে। তদন্ত সম্পূর্ন হলে বিষয়টি সম্পর্কে আরও বিশদে জানা সম্ভব হবে এমনটাই জানানো হয়েছে দুই থানার পক্ষ থেকে। তবে টোটো চালকের অস্বাভাবিক মৃত্যুর কারণে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
 
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: টোটো চালকের অস্বাভাবিক মৃত্যু! ঘনাচ্ছে রহস্য, অভিয়ুক্তের বাড়ি ভাঙচুর
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement