তাঁর বাড়ি তুফানগঞ্জে, তবে তিনি কেন দিনহাটার ভেটাগুড়িতে এসেছিলেন এত রাতে, আর এই মর্মান্তিক দুর্ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সকলের মধ্যে। তবে আচমকা দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কারণে শোকস্তব্ধ গোটা পরিবার।
আরও পড়ুনঃ স্বাধীনতা সংগ্রামীদের হাতে শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো! জানুন সুদীর্ঘ ইতিহাস
advertisement
রেল পুলিশের জিআরপি চিত্র সাংবাদিকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে এটি একটি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা সেই বিষয়ে সঠিক কোনও তথ্য মেলেনি।
কোচবিহার সদর প্রেস ক্লাবের সম্পাদক গৌরহরি দাস বলেন, "তুফানগঞ্জের চিত্র সাংবাদিক গোপাল যেভাবে অকালে চলে গেল তা ঠিক মেনে নেওয়া যায় না। ও ভবিষ্যতে জেলার ভাল একজন সাংবাদিক হয়ে উঠিতে পারত।" তবে বাড়ির একমাত্র ছেলের মৃত্যুর কারণে শোকোস্তব্ধ হয়ে রয়েছে গোটা পরিবার। কেন বাড়ির ছেলের এই মর্মান্তিক মৃত্যু হল সেই বিষয়ে কিছুই বলতে পারছেন না পরিবারের কেউ। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মৃত এই সাংবাদিক আত্মহত্যা করেছেন।
Sarthak Pandit