মাথাভাঙার গুরুত্বপূর্ণ শনি মন্দির মোড়, বাজার রোড, হসপিটাল রোড সহ বিভিন্ন রাস্তায় তীব্র যানজট নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এর কারণই হল অগুন্তি টোটো ও অটোর ইচ্ছেমত যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া। যার ফলে নাজেহাল হচ্ছে সাধারন মানুষ। তার উপর পন্যবাহী ট্রাক ব্যস্ত সময়ে যত্রতত্র দাঁড়িয়ে মাল আনলোড করছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা পুরসভা ও পুলিশের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: তাসা বাজিয়ে, হাসতে হাসতে শেষ বিদায়! দুর্গাপুরে মৃত্যুর সেলিব্রেশন
নির্দিষ্ট আইন না থাকার সুযোগকে কাজে লাগিয়ে টোটো ও অটো মাথাভাঙা শহরের যেখান সেখান দিয়ে যখন তখন চলে যাচ্ছে। যার ফলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। বাজার সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। শহরে যানজটের মূল কারন হিসেবে টোটো ও অটোর দৌরাত্ম্য ছাড়াও যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলি হল- অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা, রাস্তার দু’ধারে পার্কিং, ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্য।
এই বিষয়ে মাথাভাঙা পুরসভার পুরপ্রধান লক্ষপতি প্রামাণিক বলেন, "শহরের বুকে যানজটের ফলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু, সেই বিষয়টি আমাদের হাতে নেই। আমরা এই বিষয়ে পরিবহণ দফতর ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি।" এই বিষয়ে মাথাভাঙার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, "পুলিশের সঙ্গে কথা বলব যাতে দ্রুত শহরের যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।"
সার্থক পণ্ডিত





