TRENDING:

Coochbehar News: নিয়ম ভাঙা টোটো-অটোকে ধরবে এমন আইন নেই! তার ফল ভুগছে মাথাভাঙার মানুষ

Last Updated:

কোচবিহারের মাথাভাঙায় দিন দিন টোটো ও অটোর দাপট বাড়ছে। এই বিষয়ে প্রশাসন যেন নির্বিকার। কিছুটা অসহায় হয়েই ট্রাফিক পুলিশের দাবি, "এক্ষেত্রে পদক্ষেপ করার মত পর্যাপ্ত আইন নেই!"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: কোন‌ও নজরদারি নেই। ফলে টোটো-অটো রাস্তা দিয়ে ছুটে চলেছে অবাধ গতিতে। আর তাদের দৌরাত্ম্যে রীতিমত অতিষ্ঠ হয়ে উঠেছে মাথাভাঙার মানুষ। এখানে প্রতিদিন অনান্য যানের পাশাপাশি অটো এবং টোটোর সংখ্যা বেড়েই চলেছে। ফলে শহরের যান নিয়ন্ত্রণ করতে গিয়ে ট্রাফিক পুলিশের দিশেহারা অবস্থা। যারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত তারাই পর্যাপ্ত আইনের অভাবে কার্যত অসহায় মুখে বলছে, "কোন আইনে ধরব ওদের!" আর তাতে সাধারণ মানুষের অসহায়তা আরও প্রকট হয়ে উঠছে।
advertisement

মাথাভাঙার গুরুত্বপূর্ণ শনি মন্দির মোড়, বাজার রোড, হসপিটাল রোড সহ বিভিন্ন রাস্তায় তীব্র যানজট নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এর কারণই হল অগুন্তি টোটো ও অটোর ইচ্ছেমত যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া। যার ফলে নাজেহাল হচ্ছে সাধারন মানুষ। তার উপর পন্যবাহী ট্রাক ব্যস্ত সময়ে যত্রতত্র দাঁড়িয়ে মাল আনলোড করছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা পুরসভা ও পুলিশের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন: তাসা বাজিয়ে, হাসতে হাসতে শেষ বিদায়! দুর্গাপুরে মৃত্যুর সেলিব্রেশন

নির্দিষ্ট আইন না থাকার সুযোগকে কাজে লাগিয়ে টোটো ও অটো মাথাভাঙা শহরের যেখান সেখান দিয়ে যখন তখন চলে যাচ্ছে। যার ফলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। বাজার সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। শহরে যানজটের মূল কারন হিসেবে টোটো ও অটোর দৌরাত্ম্য ছাড়াও যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলি হল- অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা, রাস্তার দু’ধারে পার্কিং, ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্য।

advertisement

এই বিষয়ে মাথাভাঙা পুরসভার পুরপ্রধান লক্ষপতি প্রামাণিক বলেন, "শহরের বুকে যানজটের ফলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু, সেই বিষয়টি আমাদের হাতে নেই। আমরা এই বিষয়ে পরিবহণ দফতর ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি।" এই বিষয়ে মাথাভাঙার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, "পুলিশের সঙ্গে কথা বলব যাতে দ্রুত শহরের যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: নিয়ম ভাঙা টোটো-অটোকে ধরবে এমন আইন নেই! তার ফল ভুগছে মাথাভাঙার মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল