আরও পড়ুন: বিকল্প ‘গ্রিনহাউজ’ চাষে বাজিমাত! বাড়ছে শেড নেটের কদর
কোচবিহারের জোরপাটকির ৫/১২৬ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রেই গত বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার চারজনের মৃত্যু হয়েছিল। আবার একটা ভোট এসে পড়তেই আতঙ্ক মাথা চাড়া দিয়েছে এখানকার মানুষের। সকলের মনে যেন একটাই প্রশ্ন, আবার তেমন কিছু ঘটবে না তো! কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী আনতে হবে। তাতে রাজ্যের অন্যান্য এলাকার মানুষ স্বস্তি পেলেও ভয় বেড়ে গিয়েছে জোরপাটকি’র। তবে শেষ পর্যন্ত সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে আদৌ কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা তা নিশ্চিত নয়।
advertisement
সিআইএসএফ-এর গুলিতে মৃত মনিরুজ্জামালের বাবা আমজাদ হোসেন শেষ বয়সে এসে ছেলের মৃত্যুতে যেন সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। আবার একটা ভোট এসে পড়ায় সেদিনের স্মৃতি আরও বেশি করে মনে পড়ছে তাঁর। এই পরিস্থিতিতে জোরপাটকি’র একটাই প্রার্থনা, এবার যেন বিধানসভার মতো তেমন কিছু না ঘটে!
সার্থক পণ্ডিত