স্থানীয়দের অভিযোগ, এই ঘুরপথে যাতায়াতের জন্য তাঁদের খরচ যেমন বাড়ে তেমনই অনেকটা বেশি সময় ব্যয় হয়। এই এলাকায় নৌকা চলাচলও করে না। ফলে বছরের একটা বড় সময় এই এলাকার মানুষেরকে ঘুরপথে যাতায়াত করতে হয়। এই পরিস্থিতি বদলাতে তুফানগঞ্জের বাসিন্দারা দাবি তুলেছেন, অবিলম্বে রায়ডাক নদীর উপর একটি লোহার সেতু তৈরি করতে হবে।
advertisement
তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ির কুঠিবাড়ি, তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ পঞ্চায়েতের বাঁশরাজা, বারোকোদালী-১ পঞ্চায়েতের ভান্ডিজেলাস, হরিরহাট, ভানুকুমারী-২ পঞ্চায়েতের ধলডাবরি এলাকার মানুষ তাই বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়েই বর্তমানে এই নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন।
জানা গিয়েছে, এই জায়গা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে রয়েছে উল্লারঘাট এলাকায় বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়েও প্রচুর মানুষ যাতায়াত করেন। তবে ওই এলাকায় পাকা সেতুর কাজ সদ্য শুরু হয়েছে। এর ফলে মনিরঘাট এলাকাতেও লোহার সেতু তৈরির দাবি আরও জোরদার হয়েছে।
তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এলাকার মানুষের এই দাবি নিয়ে কোনও কিছু জানানো হয়নি। সামনে পঞ্চায়েত নির্বাচন থাকায় এলাকার মানুষের এই দাবি যেন আরও জোরদার হয়েছে।
সার্থক পণ্ডিত