রাজ বাড়ির দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক কর্মী বলেন, "স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে কোচবিহার রাজবাড়ীতে এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। আগামী ৫ অগাস্ট-১৫ আগস্ট পর্যন্ত, রাজবাড়ি ঘুরতে আসা কোনও পর্যটকের কাছ থেকে কোনওরকম প্রবেশ মূল্য নেওয়া হবে না। তারা সম্পূর্ণ বিনামূল্যে রাজবাড়ির ঘুরে দেখতে পারবেন।"
আরও পড়ুন: বিজেপির 'পোস্টার বয়' থেকে মমতার পূর্ণমন্ত্রী, বঙ্গ রাজনীতিতে রঙিন মানুষ বাবুল সুপ্রিয়
advertisement
কোচবিহার রাজ বাড়ির গুগল ম্যাপ লিঙ্ক:
রাজ আমলের এই রাজ বাড়িতে রয়েছে রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস। এই রাজ বাড়ির ভেতরে রয়েছে একটি ছোট সংগ্রহশালা। যেখানে রাজাদের ব্যবহৃত বিলিয়ড খেলার টেবিল থেকে শুরু করে রাজাদের শিকার করা বিভিন্ন পশুদের নিদর্শন। এ ছাড়াও রয়েছে কোচবিহারের রাজ আমলে ব্যবহৃত বিভিন্ন বস্তু। এছাড়াও রাজ আমলের কোচবিহার রাজাদের এই রাজ্যের জন্য মুদ্রা তৈরির মেশিন ও সাজিয়ে রাখা রয়েছে এই মিউজিয়ামটিতে।
আরও পড়ুন: সুদীপ্ত সেনের কী করুণ পরিণতি! জামিন পেয়েও টাকার অভাবে সেই পুলিশি হেফাজতেই
শুধুমাত্র কোচবিহারবাসী নয় এই রাজবাড়ি দেখতে বাইরের প্রচুর পর্যটকেরাও ভিড় জমান কোচবিহারে। এ ছাড়া এই রাজ বাড়ি চত্বরে রয়েছে একটি পার্ক, রয়েছে পুকুর। পরিবারের সাথে মাঝে মাঝে কোচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন বেড়াতে। সারাদিনের সময় কাটাতে দারুন লাগে এই রাজবাড়িতে।
এই রাজবাড়িতে ঘুরতে আসা এক স্থানীয় পর্যটক রাহুল সাহা বলেন, "আমাদের কোচবিহারের অন্যতম ঐতিহ্য এই কোচবিহার রাজবাড়ি। কোচবিহার রাজাদের তৈরি এই নিদর্শন আকর্ষণের কেন্দ্রবিন্দু বহু বিদেশী পর্যটকদের। আমরাও এখানে সময় পেলেই মাঝে মাঝে ঘুরতে আসি। দারুন লাগে এখানে ঘুরতে আসতে।"
Sarthak Pandit