TRENDING:

Cooch Behar News: ধসে গিয়েছে মাটি, সরে গিয়েছে গার্ড ওয়াল! বিপজ্জনক অবস্থা রাস্তার

Last Updated:

বৃষ্টির কারণে ধসে গিয়েছে রাস্তার পাশের মাটির বিভিন্ন অংশ। এছাড়াও রাস্তার পাশের গার্ড ওয়াল প্রায় হাত খানেক এর বেশি সরে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: কোচবিহারের শহরের যানজট এড়াতে কোচবিহার তোর্সা বাঁধের ওপর দিয়ে বানানো হয়েছিল বাইপাস রাস্তা। তবে বিগত বেশ কিছুদিনের লাগাতার বৃষ্টির জেরেই রীতিমত ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই রাস্তায়। বৃষ্টির কারণে ধসে গিয়েছে রাস্তার পাশের মাটির বিভিন্ন অংশ। এছাড়াও রাস্তার পাশের গার্ড ওয়াল প্রায় হাত খানেক এর বেশি সরে গিয়েছে। আর তার ফলেই সমস্যা সৃষ্টি হয়েছে এই রাস্তায় নিত্য চলাচলকারী যান চালকদের।
advertisement

আরও পড়ুন Malda News: মালদহের আট রকমের আম মিলছে এবার কলকাতার আম মেলায়

তবে কিছুদিন আগে কোচবিহার সেচ দফতর এই রাস্তাটির পাশের ভাঙ্গা অংশ গুলিতে কিছু জায়গায় বালির বস্তা দিয়ে মেরামতির চেষ্ঠা করেছিল। তবে সেইগুলিও বর্তমানে রাস্তার পাশে উচুঁ হয়ে থাকার কারণে সমস্যার সৃষ্টি করছে। এলকার স্থানীয় বাসিন্দারা জানান, "রাস্তাটির বিভিন্ন অংশে একটা পাশের মাটি ধসে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। এছাড়া রাস্তার গার্ড ওয়াল পর্যন্ত সরে গিয়েছে প্রায় হাতখানেক। এই পরিস্থিতি যদি এই রাস্তার থাকে তবে এই রাস্তায় যেকোন সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তখন একটা সময় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাবে।"

advertisement

এই রাস্তা দিয়ে সারাদিনের প্রচুর যান চালকেরা চলাফেরা করে থাকেন। তাদের সকলের বক্তব্য, রাস্তাটি এমনিতেই চাপা। তার মধ্যে একপাশের মাটি ধসে গেছে। সেখানে তৈরি হয়েছে গর্তের। আর বিভিন্ন অংশে রাস্তা ধার গুলি ভেঙে গেছে। এই অবস্থায় যেকোন সময় যে কেউ একটা বড় দূর্ঘটনার সম্মুখীন হতে পারে। প্রশাসনের এই বিষয়টির উপর নজর দেওয়া উচিত।"

advertisement

View More

আরও পড়ুন East Midnapur News:খুশির খবর! চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ

তবে এই বিষয় নিয়ে কোচবিহারের জেলা প্রশাসনিক স্তরের করো কাছে কোন রকমের লিখিত অভিযোগ জানানো হয়নি। এবং তার ফলে প্রশাসনিক স্তরের এই বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তবে কতদিনে সরকারি উদ্যোগে এই রাস্তার সমস্যাগুলি সমাধান করা হবে। আর এই রাস্তার নিত্য যাত্রীরা একটু সুরক্ষিত ভাবে নিজেদের যান চলাচল করতে পারবেন এখন শুধু সেই সময়ের অপেক্ষা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফের একবার সুন্দরবনে বাঘের দেখা পেলেন পর্যটকরা, খুশিতে ডগমগ সবাই
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ধসে গিয়েছে মাটি, সরে গিয়েছে গার্ড ওয়াল! বিপজ্জনক অবস্থা রাস্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল