আরও পড়ুন Malda News: মালদহের আট রকমের আম মিলছে এবার কলকাতার আম মেলায়
তবে কিছুদিন আগে কোচবিহার সেচ দফতর এই রাস্তাটির পাশের ভাঙ্গা অংশ গুলিতে কিছু জায়গায় বালির বস্তা দিয়ে মেরামতির চেষ্ঠা করেছিল। তবে সেইগুলিও বর্তমানে রাস্তার পাশে উচুঁ হয়ে থাকার কারণে সমস্যার সৃষ্টি করছে। এলকার স্থানীয় বাসিন্দারা জানান, "রাস্তাটির বিভিন্ন অংশে একটা পাশের মাটি ধসে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। এছাড়া রাস্তার গার্ড ওয়াল পর্যন্ত সরে গিয়েছে প্রায় হাতখানেক। এই পরিস্থিতি যদি এই রাস্তার থাকে তবে এই রাস্তায় যেকোন সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তখন একটা সময় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাবে।"
advertisement
এই রাস্তা দিয়ে সারাদিনের প্রচুর যান চালকেরা চলাফেরা করে থাকেন। তাদের সকলের বক্তব্য, রাস্তাটি এমনিতেই চাপা। তার মধ্যে একপাশের মাটি ধসে গেছে। সেখানে তৈরি হয়েছে গর্তের। আর বিভিন্ন অংশে রাস্তা ধার গুলি ভেঙে গেছে। এই অবস্থায় যেকোন সময় যে কেউ একটা বড় দূর্ঘটনার সম্মুখীন হতে পারে। প্রশাসনের এই বিষয়টির উপর নজর দেওয়া উচিত।"
আরও পড়ুন East Midnapur News:খুশির খবর! চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ
তবে এই বিষয় নিয়ে কোচবিহারের জেলা প্রশাসনিক স্তরের করো কাছে কোন রকমের লিখিত অভিযোগ জানানো হয়নি। এবং তার ফলে প্রশাসনিক স্তরের এই বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তবে কতদিনে সরকারি উদ্যোগে এই রাস্তার সমস্যাগুলি সমাধান করা হবে। আর এই রাস্তার নিত্য যাত্রীরা একটু সুরক্ষিত ভাবে নিজেদের যান চলাচল করতে পারবেন এখন শুধু সেই সময়ের অপেক্ষা।
Sarthak Pandit





