Royal Bengal Tiger : সুন্দরবন ঘুরতে গিয়ে মিলল বাঘের দেখা, খুশিতে ডগমগ পর্যটকরা! দক্ষিণরায়কে দেখে ছবি তোলার হিড়িক

Last Updated:

Royal Bengal Tiger : আবারও সুন্দরবনের জঙ্গলে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। আর সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করলেন। ২৪ জনের একটি পর্যটকের দল পেয়েছেন এই দর্শন।

+
বাঘের

বাঘের দেখা 

সুন্দরবন,কুলতলী, সুমন সাহা: আবারও সুন্দরবনের জঙ্গলে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। আর সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করলেন। বারুইপুর পূর্ব বিধানসভার ধোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে ২৪ জনের একটি পর্যটকের দল পেয়েছেন এই দর্শন। গত মঙ্গলবার কুলতলীর কৈখালীতে- বনদফতর থেকে বৈধ পাস নিয়ে এমবি মা মঙ্গলচন্ডী নামক রবিনে নৌকায় করে তারা কলস ক্যাম্পের দিকে রওনা দেন।
এদিন বাড়ি ফেরার পথে বিশালক্ষী খালের ধারে একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। আর নৌকা কাছে আসতেই তাঁদের চোখের আরও কাছে আসে রয়েল বেঙ্গল টাইগার। আর তা দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ওই পর্যটকের দলটি। সঙ্গে সঙ্গে তারা আর দেরি না করে নিজেদের কাছে থাকা ফোনে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেলেন পর্যটকরা।
advertisement
advertisement
এই বাঘ দেখে পর্যটক দলের পাশাপাশি উৎসাহিত পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। গত কয়েকদিন আগে হাট পকুরিয়া ও ডায়মন্ডহারবার এলাকা থেকে ২২ জন পর্যটকের দল কুলতলী কৈখালী ঘুরতে এসে এই একই জায়গায় বাঘ দেখতে পান। ঠিক তার কদিন পরে আবারও এদিন দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। তাতেই তাঁরা আশা করছেন শীতের শুরুতে  দু-দুবার বাঘের দেখা মেলায় আরও পর্যটক আসবে সুন্দরবনে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এভাবেই বারবার বাঘের দর্শনে সুন্দরবনের আসা পর্যটকদের ভিড় ক্রমশই বাড়বে এমনই আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে নৌকার মাঝি জানান, এদিন এবং তার আগের দিন একাধিক জায়গায় বাঘ দেখা গিয়েছে। বাঘ দেখা পর্যটকরা জানান, তাদের সুন্দরবন ভ্রমণে এসে নিরাশ হতে হয়নি। এইভাবে বাঘের দর্শন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। চোখের সামনে এত কাছে থেকে দক্ষিণরায়ের দেখা পাওয়া যাবে, তা তারা ভাবতে পারেন নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger : সুন্দরবন ঘুরতে গিয়ে মিলল বাঘের দেখা, খুশিতে ডগমগ পর্যটকরা! দক্ষিণরায়কে দেখে ছবি তোলার হিড়িক
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement