বীরভূমে রাতের অন্ধকারে মিষ্টির দোকানে চুরি, সিসিটিভি দেখে কয়েক ঘণ্টাতেই চোরকে গ্রেফতার করল পুলিশ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
সিসিটিভির জালে ধরা পড়ল চোর! রাজনগরের মিষ্টির দোকান থেকে নগদ টাকা চুরির পর ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের দক্ষতায় গ্রেফতার যুবক, উদ্ধার পুরো টাকা
রাজনগর, বীরভূম, সুদীপ্ত গড়াই: রাজনগর এলাকায় ফের চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে ধরা পড়ল অভিযুক্ত চোর, উদ্ধারও হল চুরি যাওয়া টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, রাজনগরের খাসবাজার মোড় এলাকায় অবস্থিত এক মিষ্টির দোকানে মঙ্গলবার গভীর রাতে ঘটে চুরির ঘটনা। দোকানের মালিক বুধবার সকালে দোকান খুলতেই লক্ষ্য করেন, ক্যাশবাক্সে থাকা প্রায় ১৩,০০০ টাকা উধাও। সঙ্গে সঙ্গেই তিনি রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে রাজনগর থানার ওসি তাপস দত্তের নির্দেশে শুরু হয় তদন্ত। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখেন পুলিশ এবং তাতে দেখা যায়, মঙ্গলবার গভীর রাতে এক যুবক দোকানের তালা ভেঙে ঢুকছে এবং টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। ফুটেজের সূত্র ধরে তদন্তকারীরা বুধবার রাতেই অভিযান চালিয়ে ঈদগাছা গ্রামের আশিক খান নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত নগদ টাকা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত আশিক খানকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে পেশ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবক পূর্বেও ছোটখাটো চুরির সঙ্গে যুক্ত ছিল।
advertisement
advertisement
এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির পাশাপাশি পুলিশ প্রশাসনের প্রতি আস্থা বেড়েছে। এলাকাবাসীর বক্তব্য, “রাজনগর থানার পুলিশের তৎপরতায় খুব দ্রুত চোর ধরা পড়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজনগর থানার এক আধিকারিক বলেন, “চুরির ঘটনা ঘটার পর থেকেই আমরা তদন্তে নেমেছিলাম। দোকানের সিসিটিভি ফুটেজই মূল সূত্র ছিল। খুব অল্প সময়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং চুরি যাওয়া টাকা উদ্ধার হয়েছে।” রাত্রে মিষ্টির দোকানে চুরির এই ঘটনায় যদিও কিছুটা আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে, তবে রাজনগর থানার পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকায় ফের ফিরেছে নিরাপত্তার অনুভূতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 06, 2025 6:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমে রাতের অন্ধকারে মিষ্টির দোকানে চুরি, সিসিটিভি দেখে কয়েক ঘণ্টাতেই চোরকে গ্রেফতার করল পুলিশ

