দিঘা থেকে কলকাতা ফেরার পথে সড়ক দুর্ঘটনা! দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৪
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত্যু হল এক পর্যটকের আহত আরও চার পর্যটক। এমন দুর্ঘটনার কথা ভেবেই উঠতে পারছেন না পর্যটকরা
দিঘা, মদন মাইতি: ছুটি কাটিয়ে দিঘা থেকে কলকাতায় ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক পর্যটকের, আহত আরও চার পর্যটক। বৃহস্পতিবার দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুটি গাড়ির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার দমদমের পাঁচ পর্যটক দিঘা থেকে ছুটি কাটিয়ে নিজ গাড়িতে বাড়ি ফিরছিলেন। রাস্তার অপর দিক থেকে দিঘামুখী আরেকটি পর্যটকবাহী গাড়ি আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতামুখী গাড়িটি বিপরীত দিকের গাড়ির সামনে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে দুমড়ে-মুচড়ে ভেঙ্গে যায় দুই গাড়ির সামনের অংশ।
দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আহত পর্যটকদের। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা কলকাতাগামী গাড়ির চালক বুবাই দাসকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, দিঘাগামী গাড়িতে থাকা দুই পর্যটক সামান্য আহত হলেও বড় ধরনের বিপদ এড়াতে সক্ষম হন।
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই গাড়িতে এয়ার ব্যাগ থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন তারা। দিঘাগামী গাড়ির চালক-সহ যাত্রীরা আপাতত প্রাথমিক চিকিৎসার পর স্থিতিশীল আছেন। দিঘার দিকে আসা গাড়ির চালক বলেন, “আমরা খুব ধীরে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎই উল্টো দিক থেকে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের ধাক্কা মারে। আমরা হতবাক হয়ে যাই। আমাদের গাড়িতে এয়ার ব্যাগ না থাকলে হয়ত আজ আমরা কেউ বাঁচতাম না। দ্রুত গতির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। সংঘর্ষের পর দুই গাড়িই প্রায় শেষ হয়ে গেছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ভয়াবহ সংঘর্ষে শুধু দুটি গাড়ি নয়, পিছনে থাকা একটি টোটোও দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের ধাক্কায় টোটোটিও দুমড়ে-মুচড়ে যায়, আহত হন টোটোর চালক। দুর্ঘটনার পর রাস্তায় থমকে যায় যান চলাচল। অবরুদ্ধ হয় দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক। পরে খেজুরি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভাঙা গাড়িগুলি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল চলাচল স্বাভাবিক করা হয়। ছুটি কাটানোর আনন্দ মুহূর্তে মিশে গেল অন্ধকারে, দিঘা থেকে ফেরার পথে দ্রুতগতি কেড়ে নিল এক যুবকের প্রাণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 06, 2025 5:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘা থেকে কলকাতা ফেরার পথে সড়ক দুর্ঘটনা! দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৪

