TRENDING:

Cooch Behar News: নদী থেকে সোজা বাড়ির ভেতর উঠে এল ওটা কী! দেখতে ভিড় জমাল গোটা পাড়া

Last Updated:

Cooch Behar News: নদী থেকে বাড়ির ভিতর উঠে এল এক বিরল প্রজাতির পিকক সফট শেল কচ্ছপ। কোচবিহার সদর শহরের ফাঁসির ঘাট সংলগ্ন রানি বাগান এলাকায় ঘটনাটি ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: আচমকাই নদী থেকে বাড়ির ভিতর উঠে এল এক বিরল প্রজাতির পিকক সফট শেল কচ্ছপ। কোচবিহার সদর শহরের ফাঁসির ঘাট সংলগ্ন রানি বাগান এলাকায় ঘটনাটি ঘটে। পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঞ্জিত বিশ্বাস। তাঁর বাড়িতেই এই কচ্ছপটি উঠে আসে নদী থেকে। প্রথমে তিনি ঘরের ভেতর কচ্ছপটিকে দেখতে পান। তারপর তিনি পরিবারের লোকদের ডেকে দেখান কচ্ছপটি। পরে তিনি এক পরিবেশ প্রেমী সংগঠনের লোকেদের খবর দিলে তাঁরা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান। এবং উদ্ধার করা কচ্ছপটি বন দফতরের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।
পিকক সফট শেল কচ্ছপ উদ্ধার
পিকক সফট শেল কচ্ছপ উদ্ধার
advertisement

আরও পড়ুন: দ্বিতীয় বার সংসার পাতার জন্য প্রস্তুত অমলা, গোয়ায় প্রেমিকের বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ নায়িকার

রঞ্জিত বিশ্বাস জানান, তিনি বিকেলের পর বাড়ি থেকে কিছু কাজে বেরিয়ে ছিলেন। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে আসেন। তখন ঘরের মধ্যে ঢুকে কচ্ছপটি দেখতে পান। তিনি অনুমান করছেন, বাড়ির পাশের নদী থেকে কচ্ছপটি উঠে এসেছে। দরজার নীচের ফাঁকা জায়গা দিয়েই কচ্ছপটি ঘরের ভেতরে প্রবেশ করেছে। তবে তিনি ওই কচ্ছপটিকে একটি বড় গামলার মধ্যে রাখেন। এবং খবর পাঠান পরিবেশ প্রেমী এক সংগঠনের সদস্যদের। তাঁরা এসে কচ্ছপটি তাঁর বাড়ি থেকে নিয়ে যায়। এবং তিনি সেই পরিবেশ প্রেমী দলের সদস্যদের কাছ থেকে জানতে পারেন এটি একটি বিরল প্রজাতির কচ্ছপ।

advertisement

View More

পরিবেশ প্রেমী সংস্থার সদস্য অর্ধেন্দু বণিক জানান, এক ব্যক্তি ফোনে জানান একটি কচ্ছপ তাঁর বাড়িতে ঢুকেছে। তারপর তাঁরা দ্রুত আসেন সেই ব্যক্তির বাড়িতে। সেখান থেকে কচ্ছপটি তাঁরা উদ্ধার করে নিয়ে যান। কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা করে পুনরায় নদীতে বা কোন বড় জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

advertisement

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: নদী থেকে সোজা বাড়ির ভেতর উঠে এল ওটা কী! দেখতে ভিড় জমাল গোটা পাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল