আরও পড়ুন: দ্বিতীয় বার সংসার পাতার জন্য প্রস্তুত অমলা, গোয়ায় প্রেমিকের বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ নায়িকার
রঞ্জিত বিশ্বাস জানান, তিনি বিকেলের পর বাড়ি থেকে কিছু কাজে বেরিয়ে ছিলেন। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে আসেন। তখন ঘরের মধ্যে ঢুকে কচ্ছপটি দেখতে পান। তিনি অনুমান করছেন, বাড়ির পাশের নদী থেকে কচ্ছপটি উঠে এসেছে। দরজার নীচের ফাঁকা জায়গা দিয়েই কচ্ছপটি ঘরের ভেতরে প্রবেশ করেছে। তবে তিনি ওই কচ্ছপটিকে একটি বড় গামলার মধ্যে রাখেন। এবং খবর পাঠান পরিবেশ প্রেমী এক সংগঠনের সদস্যদের। তাঁরা এসে কচ্ছপটি তাঁর বাড়ি থেকে নিয়ে যায়। এবং তিনি সেই পরিবেশ প্রেমী দলের সদস্যদের কাছ থেকে জানতে পারেন এটি একটি বিরল প্রজাতির কচ্ছপ।
advertisement
পরিবেশ প্রেমী সংস্থার সদস্য অর্ধেন্দু বণিক জানান, এক ব্যক্তি ফোনে জানান একটি কচ্ছপ তাঁর বাড়িতে ঢুকেছে। তারপর তাঁরা দ্রুত আসেন সেই ব্যক্তির বাড়িতে। সেখান থেকে কচ্ছপটি তাঁরা উদ্ধার করে নিয়ে যান। কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা করে পুনরায় নদীতে বা কোন বড় জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।
Sarthak Pandit