তাই বিভিন্ন পুজো পার্বণের দিনে বিপদের আশঙ্কা লেগেই থাকে এই শহরে। পুলিশের এই টহলদারের বিষয় নিয়ে দিনহাটার এক বাসিন্দা বিক্রম দাস বলেন, "বিভিন্ন অনুষ্ঠানের দিনগুলিতে কোন রকম সমস্যা এড়ানোর জন্য পুলিশের সবসময় এ ধরনের সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত। পুজোর আগে থেকেই যেভাবে দিনহাটা থানার পুলিশ পুরো শহর জুড়ে বাইক নিয়ে টহল দিচ্ছে এবং নজরদারি চালাচ্ছে। তাতে আমরা দিনহাটা শহরবাসি অনেকটাই সুরক্ষিত মনে করছি নিজেদের।"
advertisement
আরও পড়ুনঃ বিক্রি করা হচ্ছে রসিকবিল জঙ্গলের কাঠ সুপারি! ক্ষোভ এলাকাবাসীর
প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানে দিনগুলিতে যেভাবে বিপদের আশঙ্কা থাকে বিভিন্ন শহর গুলিতে। সেই আশঙ্কা কমাতেই পুলিশের এই সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন অধিকাংশ মানুষ। সীমান্তবর্তী লাগোয়া এলাকা হওয়ার কারণে দিনহাটা শহরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম করা মানুষের দৌরাত্ম্য সামান্য হলেও বেশি লক্ষ্য করা যায়। মাঝেমধ্যেই দিনহাটা শহরের বিভিন্ন এলাকা থেকে অস্ত্র খুঁজে পাওয়া কিংবা অসামাজিক কাজকর্মের খবর শুনতে পাওয়া যায়। তবে দিনহাটা থানার পুলিশ সবসময় সক্রিয় হয়ে রয়েছে এই ধরনের পরিস্থিতি সামাল দিতে।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু, বাড়ছে রহস্য!
জেলা পুলিশ সূত্রের খবর "এবছর দিনহাটায় বেশ অনেকগুলি বিগ বাজেটের পুজো রয়েছে। তাই কোন রকম অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে দিনহাটা থানার পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। রোজ রাতে বাইক নিয়ে টহলদারির মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে শহরের মধ্যে। আশা করা হচ্ছে এর মাধ্যমে কোনরকম অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো সম্ভব।"
Sarthak Pandit