এক যানচালক মনিরুল হোসেন জানান, "প্রায় তিন থেকে চার বছর যাবত এই রাস্তার বেহাল দশা। বারংবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কে জানিয়েও কোন সমাধান হয়নি। বর্তমানে এই বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ দিনে তার ঠিক থাকে। তবে বর্ষার সময় এবং অসুস্থ রোগীদের নিয়ে চলাচল করতে রীতিমতো কাল ঘাম ছুটে যায়।"
advertisement
আরও পড়ুনঃ অবৈধভাবে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী! যে কোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা!
এলাকার আরেক স্থানীয় মানুষ কাজল সরকার অভিযোগের সুরে জানান, "স্থানীয় পঞ্চায়েত ভোটে জেতার পর থেকে এই রাস্তার কোনো সংস্কার করেনি। দীর্ঘ সময় ধরে এই রাস্তার বেহাল দশা তাও কোন ভ্রুক্ষেপ নেই কারোর। এই রাস্তার দুর্দশার কষ্ট বুকে চেপেই চলাচল করতে হচ্ছে সকলকে।" আসন্ন পঞ্চায়েত ভোটের আগে যদি এই রাস্তা সংস্কার করা না হয় তবে স্থানীয় মানুষেরা ভোট বয়কট করার ডাক দিয়েছেন। তবে এখনও পর্যন্ত দেখা মেলেনি স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং সরকারি কোনো আধিকারিকের।
আরও পড়ুনঃ জেলা বইমেলা এই বছর অনুষ্ঠিত হচ্ছে দিনহাটা মহকুমায়
স্থানীয় পঞ্চায়েত প্রধানকে এই বিষয় নিয়ে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান। তার বক্তব্য, "রাস্তার এমন খুব একটা বেহাল দশ নয়। যতটুকু খারাপ অবস্থায় রয়েছে তা সংস্কারে কাজ করা হবে।" তবে বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে এখনো পর্যন্ত কেন এই রাস্তা সংস্কারের কোন কাজের উদ্যোগ নিলনা পঞ্চায়েত প্রধান। সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রীতিমতো ক্ষোভ জমতে হতে শুরু করেছে স্থানীয় মানুষদের মধ্যে।
Sarthak Pandit