TRENDING:

Coochbehar News: হাসপাতালের একমাত্র সার্জেনকে অন্যত্র বদলি, মাথায় হাত মাথাভাঙাবাসীর

Last Updated:

স্বাস্থ্য ভবনের বদলির নির্দেশিকা পেয়েই বুধবার কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতাল থেকে রিলিজ অর্ডার নিয়ে নেন জেনারেল সার্জেন হংসরাজ চট্টোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: মাথাভাঙা মহাকুমা হাসপাতালের একমাত্র সার্জেন ছিলেন চিকিৎসক হংসরাজ চট্টোপাধ্যায়। সেই তাঁর‌ই বদলির অর্ডার এসেছে কলকাতার স্বাস্থ্য ভবন থেকে। পদোন্নতি ঘটে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন। দ্রুত তাঁকে আরামবাগ মেডিকেল কলেজে যোগ দিতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন মাথাভাঙার অসংখ্য রোগী। হাসপাতালের একমাত্র জেনারেল সার্জেন অন্যত্র বদলি হয়ে গেলে দুর্ঘটনায় আহত বা অন্য কোনও অসুখে আক্রান্ত রোগীর অস্ত্রোপচার করবে কে, প্রশ্ন তুলছে সাধারন মানুষ।
একমাত্র সার্জেন এর বদলিতে সমস্যা মাথাভাঙা হাসপাতালে
একমাত্র সার্জেন এর বদলিতে সমস্যা মাথাভাঙা হাসপাতালে
advertisement

আরও পড়ুন: জয়নগর ও গোসাবা থানায় তীব্র জলের সঙ্কট, বিপাকে পুলিশ কর্মীরা

স্বাস্থ্য ভবনের বদলির নির্দেশিকা পেয়েই বুধবার কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতাল থেকে রিলিজ অর্ডার নিয়ে নেন জেনারেল সার্জেন হংসরাজ চট্টোপাধ্যায়। সার্জেনহীন হাসপাতালে কীভাবে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হবে তা নিয়েই প্রশ্ন রোগী ও তাঁদের পরিজনদের। এর উত্তর হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও নেই।

advertisement

View More

এই প্রসঙ্গে মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপার মাসুদ হাসান বলেন, জেনারেল সার্জেন হিসেবে হাসপাতালের ভরসা ছিলেন চিকিৎসক হংসরাজ চট্টোপাধ্যায়। কিন্তু স্বাস্থ্য ভবন তাঁকে অন্যত্র বদলি করে দিয়েছে। দ্রুত হাসপাতালে নতুন একজন সার্জেনকে পাঠানোর জন্য তিনি স্বাস্থ্য ভবনের কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন। তবে যতদিন না নতুন জেনারেল সার্জেন আসছেন ততদিন মাথাভাঙা হাসপাতালের কোন‌ও রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন পড়লে কী হবে তার উত্তর দেননি সুপার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: হাসপাতালের একমাত্র সার্জেনকে অন্যত্র বদলি, মাথায় হাত মাথাভাঙাবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল