TRENDING:

Panchayat Election 2023: সীমান্তবর্তী গ্রামের পঞ্চায়েত ভোট কেমন হয়? জানুন বিরল অভিজ্ঞতার কথা

Last Updated:

দীর্ঘ সময় ধরেই এখানকার মানুষের কাছে পঞ্চায়েত ভোট মানেই আলাদা একটি উৎসবের আমেজ। নির্বাচনের দিন এখানকার মানুষ দল বেঁধে আনন্দ করতে করতে ভোট দিতে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ১২ মাসে ১৩ পার্বণের বাঙালি এখন ভোট পার্বণে মেতে উঠেছে। এখন সবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এরপর প্রচার এবং আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। সেই মনোনয়নপত্র জমা দেওয়ার পর্বে বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক দলগুলির মধ্যে অশান্তির খবর ভেসে আসছে। এছাড়াও অনেক জায়গায় অশান্তি না হলেও উত্তেজনা তুঙ্গে। কিন্তু এইসব কিছু থেকেই যেন অনেকটাই অন্যরকম সীমান্ত এলাকার পঞ্চায়েত ভোট। উত্তরবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহারের বিস্তীর্ণ এলাকাজুড়ে অবস্থিত বাংলাদেশ সীমান্ত। সেই সীমান্তবর্তী গ্রামগুলিতে ভোটের প্রভাব আর পাঁচটা জায়গার থেকে অনেকটাই অন্যরকম। এখানকার বহু মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তবে ভোট দেওয়ার জন্য তাঁদের বেশিরভাগই গ্রামের বাড়িতে ফিরে আসেন। তাই ভোট এলেই উৎসবের ছবি চোখে পড়ে সীমান্তের গ্রামগুলিতে।
advertisement

আরও পড়ুন: ভোট যুদ্ধে হারিয়ে যেতে বসা ছড়ার চল ফিরছে সিপিএমের দেওয়াল লিখনে

কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বামনহাট অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্তে। এখানকার বাসিন্দা চন্দ্রমোহন চক্রবর্তী পঞ্চায়েত ভোট নিয়ে বলেন, দীর্ঘ সময় ধরেই এখানকার মানুষের কাছে পঞ্চায়েত ভোট মানেই আলাদা একটি উৎসবের আমেজ। নির্বাচনের দিন এখানকার মানুষ দল বেঁধে আনন্দ করতে করতে ভোট দিতে চায়। এখানকার আরেক বাসিন্দা ভবেশ রায় জানান, অন্যান্য এলাকার থেকে এখানকার পঞ্চায়েত নির্বাচনের ছবিটা বেশ কিছুটা আলাদা। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় নিয়মকানুনের কড়াকড়ি থাকে অনেক বেশি। প্রশাসনের নজরদারি চলে প্রতি মুহূর্তে। তার পরেও পঞ্চায়েত ভোট মানেই গ্রামের সবাই উৎসবে মেতে ওঠে। কোচবিহারের অন্যান্য এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা অনেক বেশি হলেও সীমান্তবর্তী গ্রামগুলিতে তা বিশেষ একটা দেখা যায় না। বরং এখানে রাজনৈতিক মতভেদ থাকলেও তা কখনও শত্রুতায় পরিণত হয়নি।

advertisement

View More

কোচবিহারের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে মূলত উন্নয়নের প্রশ্নেই নির্বাচন হয়। এইসব এলাকার মানুষের অপ্রাপ্তি প্রচুর। তাই তাঁরা যাকে মনে করেন আগামী পাঁচ বছর সমস্যার সমাধানে বেশি ভূমিকা রাখতে পারবে তাঁকেই ভোট দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Panchayat Election 2023: সীমান্তবর্তী গ্রামের পঞ্চায়েত ভোট কেমন হয়? জানুন বিরল অভিজ্ঞতার কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল