আরও পড়ুন: ভোট যুদ্ধে হারিয়ে যেতে বসা ছড়ার চল ফিরছে সিপিএমের দেওয়াল লিখনে
কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বামনহাট অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্তে। এখানকার বাসিন্দা চন্দ্রমোহন চক্রবর্তী পঞ্চায়েত ভোট নিয়ে বলেন, দীর্ঘ সময় ধরেই এখানকার মানুষের কাছে পঞ্চায়েত ভোট মানেই আলাদা একটি উৎসবের আমেজ। নির্বাচনের দিন এখানকার মানুষ দল বেঁধে আনন্দ করতে করতে ভোট দিতে চায়। এখানকার আরেক বাসিন্দা ভবেশ রায় জানান, অন্যান্য এলাকার থেকে এখানকার পঞ্চায়েত নির্বাচনের ছবিটা বেশ কিছুটা আলাদা। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় নিয়মকানুনের কড়াকড়ি থাকে অনেক বেশি। প্রশাসনের নজরদারি চলে প্রতি মুহূর্তে। তার পরেও পঞ্চায়েত ভোট মানেই গ্রামের সবাই উৎসবে মেতে ওঠে। কোচবিহারের অন্যান্য এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা অনেক বেশি হলেও সীমান্তবর্তী গ্রামগুলিতে তা বিশেষ একটা দেখা যায় না। বরং এখানে রাজনৈতিক মতভেদ থাকলেও তা কখনও শত্রুতায় পরিণত হয়নি।
advertisement
কোচবিহারের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে মূলত উন্নয়নের প্রশ্নেই নির্বাচন হয়। এইসব এলাকার মানুষের অপ্রাপ্তি প্রচুর। তাই তাঁরা যাকে মনে করেন আগামী পাঁচ বছর সমস্যার সমাধানে বেশি ভূমিকা রাখতে পারবে তাঁকেই ভোট দেন।
সার্থক পণ্ডিত