সোমবার ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফর। আর সেই সফরের রেশ কাটতে না কাটতেই দিনহাটায় ফের গুলি করে ও কুপিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। এছাড়াও ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে গুলি লাগার ঘটনায় আহত হন আরও ছয় ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বাবু রহমান।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে,” দিনহাটা ২ নং ব্লকের গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের জারি ধরলা গ্রামে ঘটেছে এই ঘটনা। গতকাল গভীর রাতে এক তৃণমূল কর্মী বাবু রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরপর গুলি করে ও কুপিয়ে খুন করে হয়েছে। এছাড়াও তাঁকে বাঁচাতে গিয়ে গুলি লেগে আহত হয়েছে আরোও ছয় ব্যক্তি। তাঁদের প্রাথমিক ভাবে দিনহাটা মহকুমা থানায় ভর্তি করা হলেও। বেশ কয়েকজনের পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় তাঁদের কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে।
advertisement
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, “গতকাল গভীর রাতে দিনহাটা ২ নম্বর ব্লকের গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের জারি ধরলা গ্রামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে। মৃত ব্যক্তি বাবু রহমানকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে।”
আরও পড়ুন, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা,উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, কমবে দক্ষিণে
আরও পড়ুন, সাগরদিঘি ‘অস্বস্তি’, প্রার্থী জটিলতা, অশান্তি-সংঘর্ষ! অভিষেকের নজরে মুর্শিদাবাদ
তবে এই এলাকায় বাংলাদেশ সীমান্ত থাকার ফলে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে গোটা ঘটনার লিখিত অভিযোগ জমা করা হয়েছে ইতিমধ্যেই। মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
Sarthak Pandit