TRENDING:

Panchayat Election 2023: অগ্নিগর্ভ দিনহাটায় সংঘর্ষ, হাসপাতালে ছুটতে হল রাজ্যপালকে, কেন জানেন?

Last Updated:

Panchayat Election 2023: পঞ্চায়েত সমিতির প্রার্থীর ছেলেকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটল। ঘটনায় শাসকদলের গিতালদহ ১ নং অঞ্চল সভাপতি মাফুজার রহমান সহ আহত হয় বেশ কয়েকজন। আহতদের দেখতে নার্সিংহোমে রাজ্যপাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: রাজ্যপালের কোচবিহার সফরের মাঝেই দিনহাটা মহকুমার গিতালদহ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটল গভীর রাতে। পঞ্চায়েত সমিতির প্রার্থীর ছেলেকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটল। ঘটনায় শাসকদলের গিতালদহ ১ নং অঞ্চল সভাপতি মাফুজার রহমান সহ আহত হয় বেশ কয়েকজন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক। প্রাথমিক অবস্থায় তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুইজনকে কোচবিহারে স্থানান্তরিত করেন।
আহতদের দেখতে নার্সিংহোমে রাজ্যপাল!
আহতদের দেখতে নার্সিংহোমে রাজ্যপাল!
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘শাসকদলের পঞ্চায়েত সমিতির প্রার্থী জান্নাতি খাতুন বিবির ছেলে রাজু হককে অপহরণ করার চেষ্টা করে একদল দুষ্কৃতী। অপহরণের খবর জানাজানি হতেই শাসকদলের সমর্থকরা রাজুকে উদ্ধার করতে যান। আর সেখানেই দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় দুই পক্ষের মোট ছয় জন। ঘটনায় গুরুতর আহত হন মাফুজার রহমান ও রফিকুল ইসলাম। তাঁদেরকে কোচবিহারের স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দিনহাটা থানার পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানা গেছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে।’

advertisement

আরও পড়ুন, মেসেজ তো আমরা সকলেই করি! কিন্তু বিশ্বের প্রথম SMS-টি কী? সময় থাকতে জেনে নিন এখনই

আরও পড়ুন, দক্ষিণবঙ্গে বৃষ্টি , উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা… জানুন সর্বশেষ আপডেট

এদিন সকালে কোচবিহারের সেই নার্সিংহোমে গুরুতর আহতদের পরিদর্শনে আসেন রাজ্যপাল। তিনি সেখানে এসে আহতদের শারীরিক অবস্থা দেখেন। আহতদের পরিবারের মানুষদের সঙ্গে কথা বলেন। এবং সেখানের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তবে রাজ্যপালের কোচবিহারের সফরের মাঝেই কোচবিহারের পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘এই ঘটনায় রাতেই তদন্তে নামে দিনহাটা থানার পুলিশ। এবং দু’জন ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি তদন্তও চলছে।’

advertisement

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Panchayat Election 2023: অগ্নিগর্ভ দিনহাটায় সংঘর্ষ, হাসপাতালে ছুটতে হল রাজ্যপালকে, কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল