কোচবিহারের এই নামকরা স্কুলটির ভোল বদলের উদ্দেশ্যে শ্রেণি কক্ষগুলিকে রেলের কামরার আদলে রং করা হয়। এছাড়াও বিদ্যালয়ের দেওয়ালগুলিতে নানা ধরনের সমাজ সচেতনতা মূলক বার্ত ছবি ও ছড়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সবমিলিয়ে গোটা স্কুলটাই পড়ুয়াদের কাছে এখন এক আকর্ষণের জায়গা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশ, আমন চাষে সমস্যা
advertisement
বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত ইনচার্জ তীর্থঙ্কর চক্রবর্তী জানান, বিদ্যালয়ের প্রতি ছাত্র ছাত্রীদের মন আকর্ষণ করার জন্য এমন আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে। এর জন্য প্রাক্তন প্রধান শিক্ষক অনেকটাই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন বলে তিনি জানান। মূলত তাঁর উদ্যোগেই এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। তবে এই নতুন আকর্ষণ ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসতে অনেকটাই আগ্রহ জোগাচ্ছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা গোটা ঘটনায় অত্যন্ত খুশি। আগামী দিনে রাজমাতার নামের এই স্কুলটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হবে বলে তিনি জানান।
চৈতি, দীপান্বিতার মতো পড়ুয়ারাও জানাল, এখন স্কুলে এলে তাদের মন আরও বেশি ভাল হয়ে যায়। ছুটির দিন স্কুলের জন্য মন কেমন করে। গোটা বিষয়টির পিছনে শিক্ষকদের আন্তরিকতা ও স্কুলের ভোল বদল অনুঘটকের কাজ করেছে বলে তারাও মেনে নিচ্ছে।
সার্থক পণ্ডিত





