তবে দীর্ঘ সময় ধরে এই শালবাগান সংরক্ষণ কারীদের অভিযোগ ছিল। এলাকার স্থানীয় বাসিন্দাদের গবাদি পশু নতুন করে লাগানো শাল গাছের চারাগুলিকে নষ্ট করে ফেলছে। সেই মর্মে তারা কোচবিহার বন দফতরের কাছে অভিযোগ জানায়। তারপরেই বন দফতরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় নতুন চারা গাছ লাগানো এলাকাটিকে নতুন করে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার। সেই মর্মে এদিন কাজ শুরু করে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ কোচবিহার মদনমোহন বাড়িতে রাস মেলার প্রস্তুতি শুরু
অধিকাংশ এলাকার বেড়া লাগানোর কাজ সম্পন্ন করে ফেলা হয়েছে। আর যে সামান্য অংশটি রয়েছে তারও কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হবে। এই বিষয়ে সাল বাগানের সংরক্ষণকারী কর্মী বাসিল খাইয়া বলেন, "বহুদিন থেকেই এলাকার স্থানীয় বাসিন্দাদের গবাদি পশু এই এলাকায় অবাধে বিচরণ করে। এবং তার ফলেই হয়েছে যত বিপত্তি। বন দফতরের থেকে এই এলাকায় নতুন শাল গাছের চারার রোপণ করা হয়েছিল।
আরও পড়ুনঃ দীর্ঘদিন পানীয় জলের সমস্যা গুড়িয়াহাটিতে! সমস্যায় স্থানীয়রা
তবে এই গবাদি পশুগুলি চারা গাছগুলিকে খেয়ে ফেলার কারণে নষ্ট হয়ে যাচ্ছে অধিকাংশ চারা গাছ। আমরা সংরক্ষণ কর্মীরা যতই দেখে রাখি না কেন। তবুও কোন না কোন সময় গবাদিপশু ঢুকে গাছের চারা গুলি নষ্ট করে ফেলছে। তাই বন দফতরের পক্ষ থেকে গাছের নতুন চারা লাগানো এলাকাটি বেড়া দিয়ে ঘিরে ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তার ফলে কিছুটা হলেও সুবিধা হবে।"
Sarthak Pandit