মনীষী পঞ্চানন বর্মার স্মৃতিকে মনে রেখেই মাথাভাঙায় তাঁর নামে রাস্তার নামকরণ করা হয়েছিল।গড়ে উঠেছিল একটি উদ্যান। সেখানে পঞ্চানন বর্মার একটি মূর্তি স্থাপন করা হয়। বর্তমান সেই উদ্যান ও পঞ্চানন বর্মার মূর্তি বেহাল অবস্থায় পড়ে আছে। আর তাই পঞ্চানন বর্মার জন্ম দিবসের আগে রাস্তা ও তাঁর মূর্তি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: ঝাড়খণ্ড থেকে বাংলায় কয়লা পাচারের বড় চেষ্টা ভেস্তে দিল পুলিশ
এলাকার মানুষের অভিযোগ, পঞ্চানন বর্মার নামঙ্কিত উদ্যানটির চারপাশ বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা এবং ফেস্টুনে ছেয়ে গিয়েছে। তাঁর জন্মদিবসের আগে এই সমস্ত কিছু পরিষ্কার করে উদ্যান ও মূর্তিকে সংস্কার করার দাবি তোলা হয়েছে। এই উদ্যান টির নাম পঞ্চানন উদ্যান। পঞ্চানন মোড় সংলগ্ন পচাগর পঞ্চায়েতের প্রধান উদয় সরকার বলেন, "পঞ্চানন বর্মার আসন্ন জন্মদিবস উপলক্ষে উদ্যান ও তাঁর মূর্তির দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। পার্কের চারপাশ থেকে ফেস্টুন ও দলীয় পতাকা সরিয়ে ফেলা হবে। এছাড়াও পঞ্চানন বর্মার মূর্তির সংস্কার করা হবে। এর পাশাপাশি পঞ্চানন বর্মার জন্মদিবসের দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে পঞ্চায়েত দফতরের সামনে।"
কোচবিহারের অন্যতম পঞ্চানন বর্মার অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন জানান, "পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় পঞ্চানন বর্মার জন্মস্থান খলিসামারিতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করা হয়েছে। সেখানে বাংলা ও ইংরেজির পঠনপাঠন শুরু হয়ে গেছে। তবে বেশ কিছু বিষয় নিয়ে আরও কিছু আর্থিক অনুদান পেলে অনেকটাই সুবিধা হবে।" এছাড়াও পঞ্চানন মোড় এবং পঞ্চানন উদ্যানের সংস্কারের বিষয় নিয়ে তিনি বিডিও ও পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।
সার্থক পণ্ডিত