TRENDING:

Cooch Behar News: দীর্ঘ সময়ের দৈন্য দশা কাটিয়ে নতুন রূপে সাজছে খোল্টা ইকো পার্ক! উচ্ছ্বসিত সকলেই

Last Updated:

Cooch Behar News: কোচবিহার বন দফতর পার্কের সংস্কারের বিষয়ে এগিয়ে এসেছে। পার্ক সংস্কার করার মাধ্যমে পর্যটক আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ইকো পার্কের কথা মাথায় আসলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে ঘেরা একটি সুন্দর জায়গা। যেখানে রয়েছে সকল বয়সের মানুষের জন্য বিশেষ কিছু আকর্ষণ। কোচবিহারের মধ্যে আলিপুরদুয়ার জেলার একেবারে কাছাকাছি অবস্থান করছে খোল্টা ইকো পার্ক। আর এই ইকো পার্ক এক সময় বিপুল সংখ্যক পর্যটকদের মন আকর্ষণ করত। তবে দীর্ঘ সময় ধরে সঠিক পরিচর্যার অভাবে ও সংস্কার না হওয়ার ফলে পার্কের অবস্থা বেহাল হয়ে গিয়েছিল।
advertisement

বিগত বেশ অনেকটা সময় ধরে এই পার্কের সংস্কার করার বিষয় নিয়ে সরব হয়েছিলেন স্থানীয় মানুষ। তবে এ বার কোচবিহার বন দফতর পার্কের সংস্কারের বিষয়ে এগিয়ে এসেছে। পার্ক সংস্কার করার মাধ্যমে পর্যটক আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।

এই পার্কের মধ্যে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গাছ। একটা সময় এখানে টয়ট্রেন এর ব্যবস্থা থাকলেও বর্তমান সময় তা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। পার্কের একপাশে রয়েছে বেশ কিছু হরিণ।

advertisement

আরও পড়ুন: মাদার’স ডে কবে? মাতৃদিবসের ‘অজানা’ এই ইতিহাস অবাক করবে! কবে থেকে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি?

আরও পড়ুন: ঝমঝমিয়ে স্বস্তির বৃষ্টি কবে…? ঘূর্ণিঝড় মোকা সতর্কতার মধ্যেই ‘বড় আপডেট’! দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

পার্কের সংস্কারের বিষয় নিয়ে কোচবিহার জেলার অতিরিক্ত বিভাগীয় বন কর্মকর্তা বিজন কুমার নাথ জানান, “বন দফতরের পক্ষ থেকে এ বার বাচ্চাদের খেলার পার্কের প্রত্যেকটি সামগ্রীকে সংস্কার করা হয়েছে। এছাড়াও বাগানের মধ্যে যাবতীয় আগাছা পরিষ্কার করে তা সুন্দর করে তোলা হয়েছে। হরিণের খাঁচার বেশ কিছু অংশ সংস্কার করা হয়েছে।”

advertisement

এছাড়াও গোটা পার্কের বেশ কিছু অংশ রঙ করা হয়েছে নতুন করে। তবে আরও কিছু কাজ বাকি। আগামীতে সেইগুলি দ্রুত করার পরিকল্পনা রয়েছে বন দফতরের।

পার্কের বিষয়ের এই এলাকার এক প্রবীণ বাসিন্দা সন্তোষ ঘোষ জানান, শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এই পার্কটিকে চোখের সামনে দেখে আসছেন তিনি। তাঁর মতে, কোচবিহারের মধ্যে এর থেকে ভাল ইকো পার্ক আর কোথাও নেই। তবে মাঝে পার্কের সংস্কার না হওয়ায় ফলে বেশ দৈন্য দশা হয়ে গিয়েছিল এটির। তবে এ বার এই পার্কের পুরনো অবস্থা ফিরিয়ে আসতে উদ্যোগী হয়েছে বন দফতর।

advertisement

কোচবিহার খবর  | Latest Cooch Behar News

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: দীর্ঘ সময়ের দৈন্য দশা কাটিয়ে নতুন রূপে সাজছে খোল্টা ইকো পার্ক! উচ্ছ্বসিত সকলেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল