বিগত বেশ অনেকটা সময় ধরে এই পার্কের সংস্কার করার বিষয় নিয়ে সরব হয়েছিলেন স্থানীয় মানুষ। তবে এ বার কোচবিহার বন দফতর পার্কের সংস্কারের বিষয়ে এগিয়ে এসেছে। পার্ক সংস্কার করার মাধ্যমে পর্যটক আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।
এই পার্কের মধ্যে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গাছ। একটা সময় এখানে টয়ট্রেন এর ব্যবস্থা থাকলেও বর্তমান সময় তা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। পার্কের একপাশে রয়েছে বেশ কিছু হরিণ।
advertisement
পার্কের সংস্কারের বিষয় নিয়ে কোচবিহার জেলার অতিরিক্ত বিভাগীয় বন কর্মকর্তা বিজন কুমার নাথ জানান, “বন দফতরের পক্ষ থেকে এ বার বাচ্চাদের খেলার পার্কের প্রত্যেকটি সামগ্রীকে সংস্কার করা হয়েছে। এছাড়াও বাগানের মধ্যে যাবতীয় আগাছা পরিষ্কার করে তা সুন্দর করে তোলা হয়েছে। হরিণের খাঁচার বেশ কিছু অংশ সংস্কার করা হয়েছে।”
এছাড়াও গোটা পার্কের বেশ কিছু অংশ রঙ করা হয়েছে নতুন করে। তবে আরও কিছু কাজ বাকি। আগামীতে সেইগুলি দ্রুত করার পরিকল্পনা রয়েছে বন দফতরের।
পার্কের বিষয়ের এই এলাকার এক প্রবীণ বাসিন্দা সন্তোষ ঘোষ জানান, শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এই পার্কটিকে চোখের সামনে দেখে আসছেন তিনি। তাঁর মতে, কোচবিহারের মধ্যে এর থেকে ভাল ইকো পার্ক আর কোথাও নেই। তবে মাঝে পার্কের সংস্কার না হওয়ায় ফলে বেশ দৈন্য দশা হয়ে গিয়েছিল এটির। তবে এ বার এই পার্কের পুরনো অবস্থা ফিরিয়ে আসতে উদ্যোগী হয়েছে বন দফতর।
কোচবিহার খবর | Latest Cooch Behar News
সার্থক পণ্ডিত