পরের জমিতে ছাগল বিচরণের ক্ষেত্রে এমন তুলকালাম ঘটনা বিশ্বাস না হওয়ার পিছনে রয়েছে মূলত এক মহিলার মৃত্যুর ঘটনা। ছাগল বিচরণকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলা আর সেই ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে প্রাণ গেল এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: প্লাস্টিক গুদামে ভয়ঙ্কর আগুন! পুড়ে ছাই কোটি টাকার সামগ্রী, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
advertisement
কোচবিহারের শীতলকুচির পঞ্চারহাট এলাকায় গবাদি পশু জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারধরের ঘটনায় মৃত এক মহিলা, ঘটনাটি ঘটে মঙ্গলবার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত মহিলার নাম নিরণ বর্মন।
মৃতের পরিবারের দাবি, তাদের বাড়ির ছাগল প্রতিবেশীর জমিতে বিচরণ করতে চলে গিয়েছিল। আর তারপর প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এমন সময় ওই প্রতিবেশী মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। এর ফলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই মহিলা। গুরুতর জখম মহিলাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত বিষয়।