দুর্গাপুজোর সময় রাজ্যজুড়ে থাকে উৎসবের আমেজ। সেই আমেজে মেতে উঠেছিলেন মাথাভাঙার ভগীরথ মাহাতোও। জানা গিয়েছে, গত ১ অক্টোবর পুজোয় ঘুরতে বেরিয়েছিলেন শহরের ৭ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা। সেই সময় তাঁর বাড়িতে ঢুকে সোনা ও রুপোর সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।
advertisement
এরপর ২ তারিখ মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এই চুরি কাণ্ডে শুভজিৎ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করে মাথাভাঙা থানার পুলিশ। যুবককে গ্রেফতারের পাশাপাশি সোনা ও রুপোর সামগ্রীও উদ্ধার করা হয়।
দুর্গাপুজোর সময় হইচই করেই কাটায় অধিকাংশ বাঙালি। ঠাকুর দেখা, প্যান্ডেলে-প্যান্ডেলে ঘোরা, বাইরে খাওয়াদাওয়া- এসব করেই কেটে যায় গোটা দিন। মাথাভাঙার ভগীরথ মাহাতোও গত ১ অক্টোবর পুজোয় ঘুরতে বেরিয়েছিলেন। সেই সুযোগে তাঁর বাড়ি থেকে মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। সপ্তাহ দুয়েক হতে না হতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।