North Bengal Disaster: বন্যার জলে তলিয়ে মৃত্যু! পরিবারের পাশে সরকার, রাজ্যের তরফে তুলে দেওয়া হল ৫ লক্ষের চেক
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
North Bengal Disaster: উত্তরবঙ্গের দুর্যোগের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকাতেও একই ঘটনা ঘটেছে। দুই পরিবারের সদস্যদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের প্রাণ গিয়েছে। আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, সর্বত্র দুর্যোগের ছাপ স্পষ্ট। মাথাভাঙার জোরশিমুলি এলাকায় যেমন বন্যার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে। এবার পরিবারের সদস্যদের হাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।
দুর্গাপুজো মিটতেই উত্তরে প্রাকৃতিক বিপর্যয়। এই দুর্যোগের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকাতেও একই ঘটনা ঘটেছে। এখানে বন্যার জলে তলিয়ে গিয়ে প্রাণহানি হয়েছে। মঙ্গলবার রাতে দুই পরিবারের সদস্যদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।
advertisement
আরও পড়ুনঃ জেলে বসেই ‘বড়’ কিছু করার ছক! বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খু*নের ঘটনায় নয়া মোড়, সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য
এদিন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের উপস্থিতিতে মৃতদের পরিবারের সদস্যদের হাতে ৫ লক্ষের চেক তুলে দেওয়া হয়। আগামীদিনে পরিবারের একজন সরকারি চাকরি পাবেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
উৎসবের মরশুমে উত্তরে দুর্যোগের প্রকোপ। নানা জেলায় ক্ষয়ক্ষতির ছবি দেখা যাচ্ছে। এই ধাক্কা কাটিয়ে দ্রুত সেরে উঠুক উত্তরবঙ্গ, সকলে এখন এই কামনাই করছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
October 07, 2025 9:53 PM IST