জেলে বসেই 'বড়' কিছু করার ছক! বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খু*নের ঘটনায় নয়া মোড়, সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Baranagar Murder Case: বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছুদিন এলাকা রেইকির পর টার্গেট 'ফাইনাল' করা হয়! তারপর? কী কী তথ্য সামনে আসছে দেখুন।

বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন
বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন
বরানগর, উত্তর ২৪ পরগনা, সুবীর দেঃ বরানগর শম্ভুনাথ দাস লেনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডে সঞ্জয় মাইতি ও সুরজিৎ সিকদার নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, দমদম বেদিয়াপাড়ার বাসিন্দা সঞ্জয় এক অপরাধমূলক কাজে প্রেসিডেন্সি জেলে বন্দি ছিল। সেখানে জেলবন্দী বিহারের এক দুষ্কৃতীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে দু’জনের মধ্যে গুরুশিষ্যের সম্পর্ক গড়ে ওঠে।
জানা গিয়েছে, জেলবন্দি থাকাকালীন বিহারের ওই দুষ্কৃতী সঞ্জয়কে বলেন, ছোটখাটো কাজ করে লাভ নেই! বড় কোনও কাজে নামতে হবে। এর জন্য যা সাহায্য দরকার তা করার প্রতিশ্রুতিও দেন। তারপর কয়েক মাস আগে জামিনে ছাড়া পেয়ে বাইরে আসে সঞ্জয়। দমদম বেদিয়াপাড়া, সিঁথির মোড় সংলগ্ন অঞ্চল তাঁর নখদর্পণে ছিল। বেশ কিছুদিন ধরে সুরজিৎ সিকদারকে নিয়ে এই সমস্ত এলাকা রেইকি করে সে। দেখা যায়, দুপুরবেলা এলাকা জনশূন্য হয়ে যায়। সেই সুযোগ নিয়ে শঙ্কর জানার দোকান টার্গেট করে সঞ্জয়। এরপর প্রেসিডেন্সি জেলে বন্দি থাকা বিহারের সেই দুষ্কৃতীকে টার্গেট ‘ফাইনাল’ বলে জানানো হয়।
advertisement
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে সুকান্ত মজুমদার! পাঠানো হল ১০০ কুইন্টাল চাল-শুকনো খাবার, বড় বার্তা BJP সাংসদের
জানা যাচ্ছে, এরপর দিনক্ষণ ঠিক করে বিহারের জেলবন্দী দুষ্কৃতীর নির্দেশে ঝাড়খণ্ড ও জামশেদপুরের দুষ্কৃতীদের ডাকাতির অপারেশনের জন্য কলকাতায় আনা হয়। শঙ্কর জানার দোকানে যেদিন হামলা হয়, সেদিন বাইক নিয়ে দূরে দাঁড়িয়ে ছিলেন সঞ্জয়। হামলাকারী দুষ্কৃতীদের দোকান চিনিয়ে দেয় সুরজিৎ। এরপর সে-ও কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। প্ল্যান বাস্তবায়িত করে দুষ্কৃতীরা পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে দমদম স্টেশনে ট্রেন ধরে পালিয়ে যায়।
advertisement
advertisement
হত্যাকাণ্ডের তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে সুরজিৎকে দেখতে পান তদন্তকারীরা। এরপর তাঁর নারকেলডাঙার বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করে পুলিশ। সুরজিৎকে জেরা করে উঠে আসে সঞ্জয়ের নাম। ডাকাতির অধিকাংশ সোনার গহনা সঞ্জয়ের কাছে ছিল। সঞ্জয়কে গ্রেফতার করে জেরা করলে পাঁচু সামন্তর নাম সামনে আসে।
জানা যাচ্ছে, ডাকাতি করার সোনার গহনার বেশিরভাগই বরানগর ঘোষপাড়া এলাকার পাঁচুর কাছে বিক্রি করেছিল সঞ্জয়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। পাশাপাশি শঙ্করকে খুন করে পালানো দুষ্কৃতীদের মধ্যে ২ জনকে ঝাড়খণ্ড থেকে গ্ৰেফতার করেছে পুলিশ। এখন প্রশ্ন, সঞ্জয়ের কাছ থেকে পাঁচু কেন এই লুঠ করা সোনার জিনিস কিনল? তাহলে কি এই ঘটনা পূর্ব পরিকল্পিত? সঞ্জয়, সুরজিৎ ও পাঁচুকে এক জায়গায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এরপর এই খুনের ঘটনায় কোন নয়া তথ্য সামনে আসে সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলে বসেই 'বড়' কিছু করার ছক! বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খু*নের ঘটনায় নয়া মোড়, সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement