উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে সুকান্ত মজুমদার! পাঠানো হল ১০০ কুইন্টাল চাল-শুকনো খাবার, বড় বার্তা BJP সাংসদের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Sukanta Majumdar: সুকান্ত মজুমদার ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে উত্তরবঙ্গের বন্যা দুর্গত অঞ্চলের মানুষজনের কাছে ১০০ কুইন্টাল চাল ও শুকনো খাবার পাঠানো হল। আজ রাতেই শিলিগুড়ি পৌঁছবেন বলে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, অনুপ সান্যালঃ প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কোথাও রাস্তা ভেঙেছে, কোথাও আবার ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বন্যা দুর্গত এলাকার মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।
সুকান্তবাবু ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে উত্তরবঙ্গের বন্যা দুর্গত অঞ্চলের মানুষজনের কাছে ১০০ কুইন্টাল চাল ও শুকনো খাবার পাঠানো হল। মঙ্গলবার দুপুরে প্রায় ১০০ কুইন্টাল চাল পাঠানো হয়। সেই সঙ্গেই আজ রাতে শিলিগুড়ি পৌঁছবেন বলে জানান সুকান্তবাবু।
আরও পড়ুনঃ শুধু পেটের দায় নয়! প্রাণের ঝুঁকি সত্ত্বেও মৎসজীবীরা কেন সুন্দরবনের জঙ্গলে যান? জেনে নিন ‘সেই’ কারণ
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ ডুয়ার্সে তৈরি হওয়া বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে চাল ও শুকনো খাবার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ত্রাণ সামগ্রী আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি প্রভৃতি এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে বণ্টন করা হবে।
advertisement
advertisement
এখানেই না থেমে সুকান্তবাবু জানান, আজ রাতেই তিনি শিলিগুড়ি পৌঁছে যাবেন। সেখানে গিয়ে তিনি নিজের তরফ থেকেও বন্যা দুর্গতদের মধ্যে কিছু শুকনো খাবার বন্টন করবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
October 07, 2025 7:27 PM IST