ঘূর্ণিঝড় মোকা ঘিরে সতর্কতা জারি রয়েছে রাজ্যে। কিন্তু, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে তাপপ্রবাহ পরিস্থিতি রাজ্যে দেখা দিয়েছে তা খুবই উদ্বেগজনক। উত্তরোত্তর বাড়তে থাকা পারদে রীতিমতো নাভিশ্বাস সাধারণ মানুষ। নাগাড়ে ফের বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সকলের মনেই ঢগায় একটাই প্রশ্ন কবে বৃষ্টিপাত রাজ্যে?
একনজরে কলকাতার আবহাওয়া।
জ্বালাপোড়া গরমে নাজেহাল শহরবাসী। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ।