আগুন লেগেছে দেখে প্রথমে স্থানীয়রাই এগিয়ে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি খবর দেন নিশিগঞ্জ দমকল কেন্দ্রে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: অশান্ত মুর্শিদাবাদে বড় সাফল্য পুলিশের, আগ্নেয়াস্ত্র সহ ৯ জন ধৃত
এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পূর্ন জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। বাড়িতে পাটকাঠি মজুত করে রাখার কারণে মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয়। পরীক্ষিৎ সরকারের গোটা বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
advertisement
ব্যবসার পাটকাঠি পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি বাড়ির সব কিছু আগুনে হারিয়ে হতাশায় ভেঙে পড়েছেন পরীক্ষিৎ সরকার। রীতিমত শোকে বিহ্বল তাঁর পরিবারের সদস্যরা। এবার কী করবেন কিছুই ভেবে পাচ্ছেন না তাঁরা।
সার্থক পণ্ডিত