গোটা ঘটনাটির প্রত্যক্ষদর্শী পথচারী রাবিউল হক জানান, "আচমকাই রাস্তার মাঝে বিকট একটি আওয়াজ শুনতে পাওয়া যায়। তৎক্ষণাৎ আমরা দেখতে পাই একটি বাইকে থাকা দু'জনকে ধাক্কা মেরেছে প্যাসেঞ্জার ভর্তি একটি সাফারি গাড়ি। বাইকে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সাফারি গাড়িটি। প্যাসেঞ্জার ভর্তি থাকার কারণে, সামান্য আহত হন সাফারির ভেতরে থাকা কয়েকজন প্যাসেঞ্জার। তবে বাইকে থাকা দু'জন ব্যক্তির মধ্যে একজনেরও হেলমেট না থাকার গুরুতর আহত হন তিনি।"
advertisement
আরও পড়ুনঃ কান টেনে মাথা টানার চেষ্টা, সায়গলের দিল্লি-যাত্রায় শিয়রে সংক্রান্তি অনুব্রতর! আরও বিপদ
এই মর্মান্তিক পথ দুর্ঘটনা জেরে রাস্তা দিয়ে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশ। আহত দুই বাইক আরোহী ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার পর থেকে সাফারি গাড়ির চালক পলাতক অবস্থায় রয়েছেন। তবে গোটা ঘটনায় আহতদের উদ্ধারকার্যে হাত লাগান এলাকার স্থানীয় মানুষেরা এবং ট্রাফিক পুলিশ।
কোচবিহার কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশের সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাইক ও সাফারি গাড়িটিকে দ্রুত রাস্তার উপর থেকে সরিয়ে ফেলা হয়। যাতে রাস্তা দিয়ে যান চলাচল অব্যাহত থাকে। আটক করা হয়েছে সাফারি গাড়িটিকে। আহতদের চিকিৎসার জন্য কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
Sarthak Pandit