স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে গ্রামের একটি বাগানে গাছের ডালে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল প্রণব রায়ের দেহ। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। গ্রামবাসীরা দ্রুত খবর পাঠান সাহেবগঞ্জ থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ওই সিভিক ভলেন্টিয়ার আত্মহত্যা করেছেন না তাঁকে খুন করা হয়েছে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে।
advertisement
আরও পড়ুন: ভুতুড়ে বাড়ির চেহারা নিয়েছে সার কারখানা! দ্রুত চালুর দাবি স্থানীয়দের
মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, আগেরদিন রাতে বাড়িতে খাওয়া দাওয়া সেরে প্রণব বেরিয়েছিলেন। কিন্তু রাতে বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রাই বাড়িতে এসে তার দেহ উদ্ধারের খবর দেয়। তাই শুনে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরা। তবে তাঁরাও সঠিকভাবে কিছু বলতে পারছেন না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের জন্য ওই সিভিক ভলেন্টিয়ারের দেহ মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
সার্থক পণ্ডিত