মৃত ওই কিশোরীর নাম রত্না দাস (১৬)। কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ঘটনায় শোকস্তব্ধ কিশোরীর পরিবার। মৃত কিশোরী সাতকুড়া হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুনঃ আনন্দ মুহূর্তে বদলাল কান্নায়! পিকনিক স্পটে পৌঁছনোর আগে ভয়বাহ দুর্ঘটনা, হাহাকার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন আচমকায় ওই ছাত্রীকে তার বাড়িতে একটি ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকেরা। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
advertisement
তবে আসলে কী কারণে ওই স্কুল ছাত্রীর এমন মর্মান্তিক পরিণতি, তা এখনও পর্যন্ত জানা যায়নি। হলদিবাড়ি থানার পুলিশ জানিয়েছে, সাতকুড়া হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রীকে তাঁর নিজের বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁর পরিবারের সদস্যরা। কিশোরীর বাড়ি হলদিবাড়ির সাতকুড়া বাড়ুইপাড়ায়। তবে কী কারণে ওই ছাত্রী আচমকা আত্মহত্যার পথ বেছে নিল সে বিষয়ে পরিবারের লোকেরা কিছুই বলতে পারেনি। গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ। মৃত ওই কিশোরীর মৃতদেহ ময়না তদন্তের পর তাঁর দেহ পরিবারের হতে তুলে দেওয়া হবে।
Sarthak Pandit