Alipurduar Accident|| আনন্দ মুহূর্তে বদলাল কান্নায়! পিকনিক স্পটে পৌঁছনোর আগে ভয়বাহ দুর্ঘটনা, হাহাকার

Last Updated:

Major Road Accident at Alkipurduar: নতুন পিকনিক স্পটে যাওয়ার উদ্দেশ্যে বেড়িয়েছিলেন।তবে পথে ভয়াবহ পথ দুর্ঘটনা সমস্ত পরিকল্পনা বিগড়ে দেবে তা জানতেন না কামাখ্যাগুড়ির মধ্য পারোকাটার বাসিন্দারা।

+
title=

#আলিপুরদুয়ারঃ নতুন পিকনিক স্পটে যাওয়ার উদ্দেশ্যে বেড়িয়েছিলেন। তবে পথে ভয়াবহ পথ দুর্ঘটনা সমস্ত পরিকল্পনা বিগড়ে দেবে তা জানতেন না কামাখ্যাগুড়ির মধ্য পারোকাটার বাসিন্দারা।
শীতের মরশুমে প্রতিদিন পিকনিক চলতেই থাকে। এরকমই একটি পরিকল্পনা করেছিলেন মধ্য পারোকাটার কিছু ব‍্যক্তি। সেই মতোই এ দিন সকাল সাড়ে সাতটায় ফাগু পিকনিক স্পটের উদ্দেশ্যে সকলে বেড়িয়ে পড়েন। মাদারিহাট আসতেই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, বীরপাড়া ট্রাফিক টার্নিং-এ হঠাৎই এক পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির।
আরও পড়ুনঃ চা দোকানীর চড়ে বৃদ্ধ খুন! দীর্ঘদিন পলাতক থেকে অবশেষে গ্রেফতার
ভয়াবহ দুর্ঘটনায় আহত হন ২৫ জন। তার মধ‍্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। সকালে মাদারিহাটে এশিয়ান হাইওয়েতে এই ঘটনা দেখে ছুটে আসেন সকলে। তারপর শুরু হয় উদ্ধারকাজ। এ দিন কামাক্ষাগুড়ির মধ‍্য পারোকাটা থেকে একটি বাস পিকনিক করতে শিলিগুড়ি ফাগুর উদ্দেশ্যে যাচ্ছিল। মাদারিহাট এলাকায় উলটো দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
advertisement
advertisement
আহতদের তাদেরকে স্থানীয় বাসিন্দারা ও মাদারিহাট থানার পুলিশ উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ‍্যে ছ'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এশিয়ান হাইওয়েতে পণ্যবাহী গাড়িগুলি নিয়ম মেনে চলে না ফলে দুর্ঘটনা লেগেই থাকে। আনন্দ করবে বলে পিকনিকে বেড়িয়েছিল মানুষগুলো। একটা বড় বিপদ হয়ে গেল। প্রশাসনের উচিত পণ্যবাহী গাড়িগুলির গতিবিধির দিকে নজর দেওয়া।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Accident|| আনন্দ মুহূর্তে বদলাল কান্নায়! পিকনিক স্পটে পৌঁছনোর আগে ভয়বাহ দুর্ঘটনা, হাহাকার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement