আরও পড়ুন: পিচ উঠে বেহাল দশা রাস্তার, দুর্ভোগে কলেজ পড়ুয়া থেকে এলাকাবাসী
কোচবিহারের এক জারবেরা ফুল চাষি দুলাল সরকার জানান, দীর্ঘদিন ধরে এই ফুল চাষ করে তিনি কিছুটা হলেও আর্থিক স্বচ্ছলতা পেয়েছেন। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনই চাহিদাও বেশি। সারা বছর এই ফুলের চাহিদা লেগেই থাকে। কিন্তু সেই তুলনায় এই ফুলের যোগান কম। তাই কেউ এই ফুল চাষ করলে আর্থিকভাবে স্বনির্ভরতার মুখ দেখতে পারবেন খুব সহজেই। বর্তমানে তিনি তাঁর বাড়ির এলাকায় এই ফুলের চাষ করছেন। তবে শুধুমাত্র এই ফুল বিক্রি করেই নয়, এই ফুলের চারা গাছ বিক্রিও করে ভাল আয় করা সম্ভব।
advertisement
তিনি আরও জানান, দুর্গাপুজোর সময় এই ফুলের চাহিদা সব থেকে বেশি থাকে। তবে এই ফুল খুচরো বিক্রি করার থেকে পাইকারি বিক্রি করলে বেশি লাভবান হওয়া সম্ভব। এক রঙের ফুলের থেকে বেশ কয়েকটি রঙের ফুল মিলিয়ে মিশিয়ে চাষ করলে লাভ বেশি পাওয়া যায়। তবে পুজোর এই মরশুমে বাজারের যখন চাহিদা প্রচুর তখন এই ফুল ফোটে তুলনামূলকভাবে অনেকটাই কম। তাই ফুলের যোগান দিতে রীতিমত চাপের মুখে পড়তে হয়।
সার্থক পণ্ডিত