TRENDING:

Durga Puja 2022 : ওষুধের খালি পাতায় তৈরি হচ্ছে দুর্গা! প্রতিমা গড়ে নজর কেড়েছেন শিল্পী সোমা

Last Updated:

Durga Puja 2022 : দুর্গা প্রতিমা তৈরি করাই শখ কোচবিহারের সোমা মুখার্জীর। তবে তার হাতে গড়ে ওঠা প্রতিমা মানেই সেখানে থাকে নিত্যনতুন চমক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সার্থক পণ্ডিত, কোচবিহার: দুর্গা প্রতিমা তৈরি করাই শখ কোচবিহারের সোমা মুখোপাধ্যায়ের । তবে তাঁর হাতে গড়ে ওঠা প্রতিমা মানেই সেখানে থাকে নিত্যনতুন চমক। কখনও তিনি প্রতিমা তৈরি করেছেন ছোট্ট একটি দেশলাইয়ের কাঠির উপর। আবার কখনও বা প্রতিমা তৈরি করেছেন রান্নাঘরে ব্যবহৃত মশলা সামগ্রী দিয়ে। তবে এবছরের চমক ওষুধের ফাঁকা স্ট্রিপ দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা। আর বিগত পাঁচ বছর ধরে এই ধরনের প্রতিমা তৈরি করে নজির গড়েছেন সোমা মুখোপাধ্যায় এ বছরের এই দুর্গা প্রতিমা তৈরি করতে তার সময় লেগেছে প্রায় দু'মাস। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ওষুধের ফাঁকা  পাতা সংগ্রহ করে বাড়িতে বসেই প্রতিমা তৈরি করেছেন তিনি।
advertisement

তবে এ বছরই প্রথম নয়, বিগত পাঁচ বছর ধরে পুজো আসার আগেই এই ধরনের মূর্তি তৈরি চলছে সোমার পরিবারে। শুকনো লঙ্কার ডাঁটি কিংবা হোক আদার আঁশ এ ধরনের জিনিস দিয়ে মূর্তি তৈরি চিন্তাভাবনাই করতে পারেন না অনেকে। তবে এই চিন্তা করতে পেরেছিলেন সোমা। তাইতো রান্নাঘরে ব্যবহৃত ২৬ ধরনের মশলাপাতি ও খাদ্যশস্য দিয়ে দুর্গা প্রতিমা গড়েছিলেন গতবছর।২০২০ সালে সোমা একটি দেশলাই কাঠির উপর মডেলিং ক্লে দিয়ে ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন। সিল্কের সুতো দিয়ে তৈরি হয়েছিল দেবীর চুল এবং সোনামুখী সূচের ভাঙ্গা একটি টুকরো দিয়ে তৈরি হয়েছিল দেবীর ত্রিশূল। আর এই দুর্গা প্রতিমা তৈরি করে বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা প্রতিমা তৈরীর খেতাব মিলেছিল একটি সংস্থার পক্ষ থেকেও। কোচবিহার শহরের দেবীবাড়ি এলাকায় বসবাস করেন সোমা।

advertisement

আরও পড়ুন :০০ বছর পার করে আজও অমলিন ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির পুজো

আরও পড়ুন :  দাদা প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় ভাইপোকে শ্বাসরোধ করে খুন কাকার

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আগে তিনি একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং তার স্বামী ড: সৈকত মুখোপাধ্যায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কর্মরত। এছাড়া তাঁর একমাত্র ছেলে এলাহাবাদে পড়াশোনা করছে। বর্তমানে আর স্কুলে পড়ান না তিনি। তাই সংসারের সমস্ত কাজ নিজে হাতে সামলানোর পর এ ধরনের হাতের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এ ধরনের অন্যরকম মূর্তি তৈরির বিষয় নিয়ে সোমা বলেন, "২০১৮ সালে যখন বেসরকারি স্কুলে শিক্ষকতা করতাম, তখন পুজোর ছুটিতে আমাদের মডেল তৈরি করতে দেওয়া হয়েছিল। সে সময় একটি ছোট্ট প্রতিমা তৈরি করি। বহু মানুষ প্রশংসা করেছিলেন সেটির। তখন থেকেই প্রতিমা তৈরির ধারণা মাথায় আসে। তবে ছোটবেলা থেকেই হাতের কাজ করতে ভালবাসি।"

advertisement

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja 2022 : ওষুধের খালি পাতায় তৈরি হচ্ছে দুর্গা! প্রতিমা গড়ে নজর কেড়েছেন শিল্পী সোমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল