আরও পড়ুন: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার
সূত্রের খবর, কোচবিহারের রাজ আমলের প্রাচীন দেওয়ানহাটের উন্নতিকল্পে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর অর্থ বরাদ্দ করেছিল। কিন্তু অর্থ বরাদ্দ হলেও কাজ হয়নি কিছুই। হাটের মধ্যে কিছু পাকা বসার জায়গা করা হয়েছিল ব্যবসায়ীদের জন্য। তবে সেই বসার জায়গার উপরে কোনও শেড বা ছাউনি দেওয়া হয়নি। ফলে বর্ষাকালে ভিজে ভিজে কারবার চালাতে হতো ব্যবসায়ীদের। তাই বাধ্য হয়েই তাঁরা নিজেদের টাকা দিয়ে ত্রিপল টাঙিয়ে কোনরকমে কারবার চালাচ্ছেন। এছাড়াও হাটের মধ্যে জল ও কাদা জমে থাকার ফলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ী ও ক্রেতাদের। সামান্য বৃষ্টিতেই হাটের মধ্যে এক হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়।
advertisement
এই হাটের ব্যবসায়ী বাপ্পাদিত্য বিশ্বাস জানান, প্রচুর ব্যবসায়ী এই হাটে ব্যবসা করতে আসেন। বেশিরভাগই অনেক দূরদূরান্ত থেকে আসেন। তবে বর্তমানে এটা একেবারে বেহাল হয়ে পড়েছে। সার্বিক উন্নয়ন প্রয়োজন। না হলে অদূর ভবিষ্যতে এই হাটের জৌলুস আরও কমে যাবে বলে তাঁর আশঙ্কা। একটু বৃষ্টি হলেই জলকাদা জমে যাওয়ায় ক্রেতাদের অনেকেই এই হাট এড়িয়ে চলছেন। রাজ আমলের হাটের এই বেহাল দশা প্রসঙ্গে সেখানে আসা ক্রেতা অমূল্য রায়ের বক্তব্য, প্রাচীন এই হাটের এমন দূরবস্থা ভাবাই যায় না। সরকারিভাবে এই হাট সংস্কার হওয়া দরকার। দ্রুত এই কাজ সম্পূর্ণ হোক এটাই সকলের প্রত্যাশা। অন্যথায় রাজ আমলের এই প্রাচীন হাট অচিরেই হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সার্থক পণ্ডিত