Murshidabad News: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
জীবিকার সন্ধানে ভিন রাজ্যে গিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের বিপদে পড়ার শেষ নেই। এবার বিহারে গিয়ে নিখোঁজ কান্দির যুধিষ্ঠির দাস
মুর্শিদাবাদ: ফের ভিন রাজ্যে কাজে গিয়ে বিপদে পড়লেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। জেলায় কর্মসংস্থানের অভাবে অন্যত্র কাজে গিয়ে বিপদে পড়ার এই ধারাবাহিকতায় ছেদ শেষ নেই। কান্দির যুধিষ্ঠির দাস সংসারের তাগিদে বিহারে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান। কিন্তু গত বুধবার থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিজনদের দাবি। হঠাৎ করে যুধিষ্ঠিরের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় প্রবল উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
কান্দির ছাতিনাকান্দির বাবুপাড়ার যুধিষ্ঠির দাসের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় এক এজেন্টের দিকে অভিযোগের আঙুল উঠেছে। ওই নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবারের অভিযোগ, তাঁকে বর্ধমানের পাঁউরুটি কারখানায় কাজ দেওয়ার নাম করে বিহারে নিয়ে যাওয়া হয়। গত সপ্তাহের সোমবার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন যুধিষ্ঠির। বুধবার তাঁর সঙ্গে শেষ ফোনে কথা হয় পরিবারের। তারপর থেকেই আর সন্ধান নেই। পাঁচ দিনের বেশি সময় কেটে গেলেও ছেলের খোঁজ না পাওয়া ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
গোটা ঘটনায় যুধিষ্ঠির দাসের পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও রীতিমতো উদ্বিগ্ন। সকলেরই একটাই প্রার্থনা আর বাইরে কাজ করতে হবে না, ভালোয় ভালোয় ছেলে ঘরে ফিরে আসুক। এদিকে কান্দি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে যুধিষ্ঠির দাসের পরিবার।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2023 3:31 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার






