Birbhum news: অনুব্রত কন্যা তাঁর বান্ধবী! তিহার সংশোধনাগারে দেখা করে দারুণ মন খারাপ সুতপার

Last Updated:

কেমন আছে বান্ধবী? অনুব্রত কন্যার খোঁজ নিতে তিহার সংশোধনাগারে ছুটলেন সুতপা পাল। আদালতে ১৫ মিনিট একান্ত সাক্ষাৎকার প্রিয় বান্ধবীর সঙ্গে৷

অনুব্রত কন্যার খোঁজ নিতে তিহার সংশোধনাগারে ছুটলেন সুতপা পাল।
অনুব্রত কন্যার খোঁজ নিতে তিহার সংশোধনাগারে ছুটলেন সুতপা পাল।
বীরভূম: কেমন আছে বান্ধবী? অনুব্রত কন্যার খোঁজ নিতে তিহার সংশোধনাগারে ছুটলেন সুতপা পাল। যদিও এই নিয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু বলতে চাননি সুতপা৷ তবে বিশেষ সূত্রে জানা গেছে কিছু খবর৷ জেলে সুকন্যার শরীর ভাল নেই, জেলের স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা চলছে বলেও সুতপাকে হাত ধরে জানিয়েছেন সুকন্যা। তাতেই মন খারাপ অনুব্রতর মেয়ের বান্ধবীর৷
ঘটনা হল, গত সপ্তাহে দিল্লির তিহার সংশোধনাগারে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অনুব্রত কন্যা সুকন্যা। খবর পাওয়া মাত্রই ১৪০০ কিলোমিটার দূরে বোলপুর থেকে দিল্লির উদ্দেশ্যে প্রিয় বান্ধবীর জন্য ছুটে যান সুতপা। দিল্লি পৌঁছানো মাত্রই সুতপা জানতে পারে জেলের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে সুকন্যার। পরবর্তীকালে দিল্লিতেই খবর পান বান্ধবী ভাল আছে। অবশেষে গত বুধবার, প্রিয় বান্ধবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ মেলে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে। দিল্লি থেকে বোলপুরে ফিরে এসেও সুকন্যার জন্য মন খারাপ বান্ধবী সুতপার।
advertisement
advertisement
ঘটনা হল, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের পর গ্রেফতার হয়েছেন মেয়ে সুকন্যা মণ্ডল। আর সুকন্যার শিশুকালের বান্ধবী সুতপা। বান্ধবীর কথা ভাবতে ভাবতেই দেখা করার উদ্দেশ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হন সুতপা। বোলপুরের বাঁধগোড়ার বাসিন্দা সুকন্যার বান্ধবী সুতপা।বাবা-মা এবং ভাই ছাড়া সুতপার আর কেউ নেই। সুতপা নিজেও ক্যান্সারে আক্রান্ত।পরিবারের সকলেই প্রায় অসুস্থ। বোলপুর বালিকা বিদ্যালয়ে পড়াশোনার সুবাদেই সুকন্যা সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়।
advertisement
সুদিন দুর্দিনেও পাশে সব সময় থেকেছেন বান্ধবী সুতপা। ২০২০ সালে ২৪শে জানুয়ারি মাতৃহারা হন সুকন্যা। এরপর থেকেই ছায়াসঙ্গী ছিলেন বান্ধবী সুতপা। গত বছর ১১ই আগস্ট, অনুব্রত মণ্ডল গ্রেফতারের পরেও সুকন্যার পাশে থেকে সাহস জুগিয়েছেন বান্ধবী। সুকন্যাও বান্ধবীর যাবতীয় চিকিৎসার খরচ বহন করেছেন। ফলে তিহারে বন্দি হওয়ার পর থেকেই বান্ধবীর জন্য মন ব্যাকুল ছিল তাঁর।
advertisement
শুক্রবার রাতে বোলপুরে ফেরার পর সুকন্যার বান্ধবী সুতপা সংবাদ মাধ্যমের সামনে কিছু না জানাতে চাননি। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার অবশেষে সুতপার সঙ্গে সুকন্যার দেখা হয় দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে। সুকন্যা শরীর ভাল নেই, জেলের স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা চলছে বলেও সুতপাকে হাত ধরে জানিয়েছেন সুকন্যা। রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যাকে হাজিরা জন্য আনা হলে সেখানেই বান্ধবীর সঙ্গে সাক্ষাৎকারের অনুমতি মেলে। এজলাসের এক কোণায় দীর্ঘ ১৫ মিনিট আলাপচারিতা সুযোগ পান দুই বান্ধবী।
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: অনুব্রত কন্যা তাঁর বান্ধবী! তিহার সংশোধনাগারে দেখা করে দারুণ মন খারাপ সুতপার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement