সমস্ত এলাকায় পৌঁছতে পারলে এই সংখ্যাটা ১লক্ষের বেশি ছড়িয়ে যাবে। বর্তমান দিনে যখন সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য একের পরে জনমুখী পরিকল্পনা নিয়ে আসা হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন করে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি হয়েছে। তাই মাথাভাঙ্গা মহাকুমার সাধারণ মানুষের আশা মুখ্যমন্ত্রী তাদের দাবিকে অবশ্যই মান্যতা দেবেন।
advertisement
আরও পড়ুনঃ ঐতিহ্য মেনে কোচবিহার মদনমোহন বাড়ির নহবৎখানায় সানাই বাজান দুজন
তাই তারা মনে করেন, মুখ্যমন্ত্রী অবশ্যই তাদের বিষয়টিকে যত্ন সহকারে দেখবেন এবং তাদের স্বপ্ন সফল করবেন। এই বিষয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, \"তাদের এই স্মারকলিপি বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট যুক্তিযুক্ত। আমি অবশ্যই কোচবিহারের জেলাশাসক এর মাধ্যমে সাধারণ মানুষের এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
আরও পড়ুনঃ বর্ষার মরশুম আসতেই উত্তরবঙ্গে বাড়ছে নদিয়ালী মাছের চাহিদা, খুশি মৎস্য ব্যবসায়ীরা
পশ্চিমবঙ্গে গত ১১ বছরে বেশ কয়েকটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হয়েছে। সম্প্রতি আর্থিক একটু সমস্যা রয়েছে কিন্তু মাথাভাঙ্গার সাধারণ মানুষের এই দাবি যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে করছেন তিনি।\"
Sarthak Pandit