ইতিমধ্যেই শহর কোচবিহারেও বাড়তে থাকা করো না প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষের একাংশ। অনেকে তো রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন বিষয়টি নিয়ে। তবে অহেতুক আতঙ্কিত হয়ে না পড়ে নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনে চললেই সংক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব। গোটা বিষয়টি নিয়ে অভিজ্ঞ চিকিৎসকরা ইতিমধ্যেই নানা মতামত দিচ্ছেন।
আরও পড়ুনঃ মোয়া ফ্লেভারের কেক! শীতের বাজারে নয়া চমক জয়নগরের
advertisement
কোচবিহারের ডাক্তার বিজয় সরকার বলেন, "করোনা অতিমারী নিয়ে শুরুর সময় থেকেই চিন্তা এবং উদ্বেগ প্রকাশ করেছেন সাধারন মানুষ। তবে করোনা নিয়ে অহেতুক চিন্তা করা এবং উদ্বেগ প্রকাশ করার বিষয় নিয়ে বারংবার সচেতন করা হয়েছে সাধারন মানুষকে। তবে এই বিষয়ে খুব একটা লাভ হয়নি। তবে সাধারণ মানুষের উচিত অযথা ভয় না পেয়ে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা। যেমন মরশুমি ফল এবং সবুজ শাকসবজি বেশি করে খাওয়া উচিত সকল সাধারণ মানুষের। অনেকেই আবার অযথা ভয় পাচ্ছেন। তবে অযথা ভয় না পেয়ে সমস্যা হলে আগে ডাক্তারের পরামর্শ নিন। বেশিরভাগ সময় মানুষ করোনা বিধি বা সচেতনতা মানছেন না। রাস্তাঘাটে মাস্ক পড়া এবং দূরত্ব মানছেন না। তবে এগুলো মানা উচিত।"
তিনি আরও জানান, "বর্তমান সময়ে শুধুমাত্র করোনাই নয় বিভিন্ন ধরনের ভাইরাল ফিভার এবং অসুখ হচ্ছে। আগে জানতে হবে সেই ধরনের কোনও অসুখ হয়েছে কিনা। তারপরে তার জন্য যাবতীয় দরকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রচুর মানুষের এই শীতের সময় সর্দি, কাশি কিংবা জ্বর লেগেই থাকছে। তবে সর্দি-কাশি কিংবা জ্বর হলেই তা করোনা নয়। শিশুদের এবং বড়দের উভয়কেই রাস্তায় বেরোনোর সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং মানতে হবে সামাজিক দূরত্ব। তাহলেই করোনা থেকে নিজেকে দূরে রাখা সম্ভব।"
Sarthak Pandit