Jaynagar Moya|| মোয়া ফ্লেভারের কেক! শীতের বাজারে নয়া চমক জয়নগরের

Last Updated:

Cakes made with Jaynagar Moya: মোয়ার কথা বললে জয়নগরের মোয়ার নাম বাঙালির মাথায় আসে প্রথমে। নতুন বছরে জয়নগরে তৈরি হতে চলেছে মোয়া দিয়ে বানানো কেক। বিভিন্ন নামিদামি কোম্পানির কেককে টেক্কা দিতে এবার জয়নগরের অন্য স্বাদের মোয়া দিয়ে বানানো কেক আসছে বাজারে।

+
title=

#জয়নগর: খাদ্য রসিক বাঙালির খাদ্যের সমবর বিভিন্ন সময় বিভিন্নভাবে ফিরে আসে বারবার। সিজনাল খাদ্যের তারতম্য বাঙালির অভ্যস্ত চিরন্তন। গ্রীষ্মকালে যেমন আম, লিচু, কাঁঠাল, তেমনই শীতলে প্রধান এবং অপ্রতিরোধ্য জয়নগরের মোয়া নাম বাঙালির মাথায় আসে প্রথমে।
মোয়া কথা মাথায় গেলে জিভেও আসে জল। ঠিক তেমনি নতুন বছরে জয়নগরে তৈরি হতে চলেছে মোয়া দিয়ে বানানো কেক। আমরা জানি সাধারণত বিভিন্ন নামিদামি কোম্পানির কেক আমরা খেয়ে থাকি। এ বার জয়নগরে এলেই অন্য স্বাদের মোয়া দিয়ে বানানো কেক।
আরও পড়ুনঃ চাকরি খুঁজছেন, ভুলেও এই ফাঁদে পা দেবেন না! কী হবে জানলে পায়ের তলার মাটি সরে যাবে
পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরে আগমনে এলাকার বিভিন্ন দোকানে ঘুরতে দেখলে দেখা যাবে শুধু কেক কে আর কেকের দোকানে ভরা। বিভিন্ন দোকানে বিভিন্ন রকম ভাবে সাজানো হয়েছে নতুন বছরকে স্বাগত জানাতে। সেই সাথে পিছিয়ে নেই জয়নগরের বাঙালির মিষ্টি এবং শীতের প্রধান খাবার জয়নগরের মোয়া। এই জয়নগরের মোয়া দিয়ে এখন তৈরি হচ্ছে নতুন বছরের স্পেশ্যাল খাবার কেক।
advertisement
advertisement
এ বিষয়ে এক বিক্রেতা তিনি জানিয়েছেন। শীত পড়তে রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন মানুষরা ছুটে আসে জয়নগরের মোয়া খেতে। আর তাই সকলের কথা মাথায় রেখে আমরা মোয়া দিয়ে বানানো কেক পাওয়া যাচ্ছে। এই মোয়া দিয়ে বানানো কে কে? প্রচুর সাড়া পড়েছে জয়নগর এলাকায়।তবে এ বিষয়ে এক ক্রেতা তিনি জানিয়েছেন আমরা সাধারণত এক রকমের কেক খেয়ে আসছি। তবে মোয়া দিয়ে বানানো কেক এটা পুরোটাই নতুনত্ব এর আগে কোনওদিন দেখিনি। খুব ভাল লাগছে এই মোয়া দিয়ে বানানো কেক খেতে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Jaynagar Moya|| মোয়া ফ্লেভারের কেক! শীতের বাজারে নয়া চমক জয়নগরের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement