Nadia News|| চাকরি খুঁজছেন, ভুলেও এই ফাঁদে পা দেবেন না! কী হবে জানলে পায়ের তলার মাটি সরে যাবে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Job Fraud at Shantipur: সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করে প্রতারণার শিকার শান্তিপুর ফুলিয়া কালিপুরের এক যুবতী।
#শান্তিপুর: সোশ্যাল মিডিয়ায় প্রতারণার নতুন ফাঁদ, বিজ্ঞাপন দেখে আবেদন করে প্রতারণার শিকার এক যুবতী। সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করে প্রতারণার শিকার শান্তিপুর ফুলিয়া কালিপুরের এক যুবতী।
আজ প্রতারণার অভিযোগে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর বাবা সাধন সিকদার। তিনি অভিযোগ করেন বেশ কয়েক দফায় টাকা নেয় ওই প্রতারক, তারপরে আবারও টাকা চেয়ে চাপ সৃষ্টি করে। তাদের সন্দেহ হওয়াতে তারা শান্তিপুর থানার দ্বারস্থ হয়, এ ছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে প্রতারিত যুবতীর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ হঠাৎ চোর চোর চিৎকার শুনে জলে ঝাঁপ! যুবকের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য শান্তিপুরে
প্রসঙ্গত, করোনা মহামারী ও লকডাউন এর কারণে ও মানুষ তাদের কাজ হারিয়েছেন। এমতাবস্থায় বেশ কিছু অসাধু ব্যক্তি সেই সুযোগকে কাজে লাগিয়ে নিত্য নতুন ফন্দিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে জালিয়াতি করছে। ট্রেনে বাসে আচ্ছা আর দেখা যায় কর্মসংস্থানের বিজ্ঞাপন। যাদের মধ্যে বেশ কিছু থাকে ভুয়ো। সেই কারণেই প্রশাসন থেকে বারবার অনুরোধ করা হয়ে থেকে যে সঠিক যাচাই না করে কাজের সন্ধান করতে করতে অসাধু ব্যক্তির ফাঁদে পা না দেওয়ার।
advertisement
advertisement
তবে এই প্রথম নয়। এই সমস্ত অসাধু ব্যক্তির প্রতারণার ফাঁদে জালিয়াতির শিকার হয়েছে এর আগেও মানুষ। সেই কারণেই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন সঠিকভাবে যাচাই করে তবেই চাকরির আবেদন করতে। কোনওরকম জালিয়াতি অথবা দালাল চক্রের ফাঁদে পা না দিতে।
Mainak Debnath
Location :
First Published :
December 26, 2022 7:34 PM IST