Mysterious Death|| হঠাৎ চোর চোর চিৎকার শুনে জলে ঝাঁপ! যুবকের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য শান্তিপুরে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Mysterious death at Shantipur: যুবকের রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। একটি পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
#শান্তিপুর: এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। একটি পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসন্তী তলা এলাকার। জানা যায় মৃত যুবকের নাম মানিক মণ্ডল, বয়স অনুমানিক ৩৬ বছর। বাড়ি শান্তিপুর গবারচর মাঝেরপাড়া এলাকায়।
পরিবারের দাবি, গতকাল রাত ৮:৩০ নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক, রাতে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজনেরা স্থানীয় এলাকায় খোঁজাখুঁজি করলেও ওই যুবককে পাওয়া যায়নি। এরপর ভোররাতে হঠাৎ ফোন আসে মানিক মণ্ডলের দেহ বাসন্তীতলা এলাকার একটি পুকুরে ভাসছে।
আরও পড়ুনঃ কাকদ্বীপে হুগলি নদীতে ভেসে এল মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়
যদিও ঘটনাস্থলে পরিবার পৌঁছনোর আগেই পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মানিক মণ্ডলের দেহ পুকুর থেকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ভোর রাতেই মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। সোমবার সকালে শান্তিপুর থানায় এসে পৌঁছায় মৃত যুবকের পরিবার।
advertisement
advertisement
সূত্রের খবর ওই যুবক গতকাল রাতে ওই এলাকার পুকুরের ধার দিয়ে যাচ্ছিল, হঠাৎই চোর চোর শব্দ শোনায় নিজেই পুকুরের জলে ঝাঁপ মারে। পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তিতে ভুগছিল ওই যুবক। গতকাল রাতে বাড়িতে কাউকে কিছু না জানিয়েই হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে যুবকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রহস্যের দানা বেঁধেছে পরিবারে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ, এ ছাড়াও যুবকের কীভাবে মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
December 26, 2022 7:13 PM IST