TRENDING:

Shiv-Chandi Puja: হঠাৎ পুজোয় মেতে উঠলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা! কেন জানেন?

Last Updated:

কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে শিব চন্ডির পুজো করতে। এই পুজো খুবই জাগ্রত পুজো বলে মনে করে থাকেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: রাজ্যসভার সাংবিধানিক পদে কোচবিহার থেকে একজন এই প্রথমবার সাংসদ পদে নিযুক্ত হয়েছেন। দীর্ঘ সময় আগে মার্জার এগ্রিমেন্ট এর মাধ্যমে কোচবিহার রাজ্যের ভারত ভুক্তির হয়। সেই সময় এগ্রিমেন্ট এর মধ্যে উল্লেখ করা ছিল কোচবিহার থেকে একজন রাজ্যসভা সাংবিধানিক পদে আসীন থাকবেন।
শিব-চন্ডী পুজো
শিব-চন্ডী পুজো
advertisement

তবে দীর্ঘ সময় পরেও এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করেনি কোন সরকার। তবে দীর্ঘ সময় বাদে এতদিন পরে সেই সুযোগ এসেছে কোচবিহারের কাছে। কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মহারাজা অনন্ত মহারাজ। এদিন রাজ্যসভার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন।

মূলত এই খুশির বিষয়টিতে স্মরণীয় করে রাখতে কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে শিব চন্ডির পুজো করতে। এই পুজো খুবই জাগ্রত পুজো বলে মনে করে থাকেন কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা।

advertisement

আরও পড়ুন- Mantra Magic: এই কয়েকটি মন্ত্রেই জীবনে সমৃদ্ধির জোয়ার, অর্থ, শান্তি, সম্মান যাবে উপচে

যেকোনও শুভ অনুষ্ঠানের আগে তাঁরা এই পুজোয় মেতে ওঠেন। বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তের রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা এই পুজোয় মেতে উঠেছেন। এতদিন পরে রাজবংশী সম্প্রদায়ের মহারাজা অনন্ত মহারাজ এই পদে যাওয়ার কারণে রাজবংশী মানুষেরা দারুন খুশি। সকলের মধ্যে এক প্রকার আনন্দ উৎসব দেখতে পাওয়া যাচ্ছে।

advertisement

কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ এলাকার এক রাজবংশী সম্প্রদায়ের মানুষের বাড়িতেও এই পুজোর আয়োজন করা হয়েছে। বাড়ির মালিক হরিশ চন্দ্র দাস জানান, “দীর্ঘ সময়ের আন্দোলনের ফলে বর্তমান সময়ের রাজবংশী সম্প্রদায়ের মহারাজা অনন্ত মহারাজ রাজ্যসভার সাংবিধানিক পদে যেতে পেরেছেন। মূলত সেই কারণেই কোচবিহার জেলার রাজবংশ সম্প্রদায়ের মানুষেরা অত্যন্ত খুশি। তাই এই আনন্দের বাতাবরণকে স্মরণীয় করে রাখতে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা শিব চন্ডির পুজোয় মেতে উঠেছেন। তিন দিনব্যাপী চলা এই পুজোয় বহু মানুষের ভিড় জমছে। অনন্ত মহারাজের শপথ গ্রহণের পর এই পুজোর সমাপ্তি ঘোষণা করা হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিপছিপে চেহারা, পরনে ময়লা পোশাক, পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Shiv-Chandi Puja: হঠাৎ পুজোয় মেতে উঠলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা! কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল