তবে দীর্ঘ সময় পরেও এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করেনি কোন সরকার। তবে দীর্ঘ সময় বাদে এতদিন পরে সেই সুযোগ এসেছে কোচবিহারের কাছে। কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মহারাজা অনন্ত মহারাজ। এদিন রাজ্যসভার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন।
মূলত এই খুশির বিষয়টিতে স্মরণীয় করে রাখতে কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে শিব চন্ডির পুজো করতে। এই পুজো খুবই জাগ্রত পুজো বলে মনে করে থাকেন কোচবিহার জেলার রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা।
advertisement
আরও পড়ুন- Mantra Magic: এই কয়েকটি মন্ত্রেই জীবনে সমৃদ্ধির জোয়ার, অর্থ, শান্তি, সম্মান যাবে উপচে
যেকোনও শুভ অনুষ্ঠানের আগে তাঁরা এই পুজোয় মেতে ওঠেন। বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তের রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা এই পুজোয় মেতে উঠেছেন। এতদিন পরে রাজবংশী সম্প্রদায়ের মহারাজা অনন্ত মহারাজ এই পদে যাওয়ার কারণে রাজবংশী মানুষেরা দারুন খুশি। সকলের মধ্যে এক প্রকার আনন্দ উৎসব দেখতে পাওয়া যাচ্ছে।
কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ এলাকার এক রাজবংশী সম্প্রদায়ের মানুষের বাড়িতেও এই পুজোর আয়োজন করা হয়েছে। বাড়ির মালিক হরিশ চন্দ্র দাস জানান, “দীর্ঘ সময়ের আন্দোলনের ফলে বর্তমান সময়ের রাজবংশী সম্প্রদায়ের মহারাজা অনন্ত মহারাজ রাজ্যসভার সাংবিধানিক পদে যেতে পেরেছেন। মূলত সেই কারণেই কোচবিহার জেলার রাজবংশ সম্প্রদায়ের মানুষেরা অত্যন্ত খুশি। তাই এই আনন্দের বাতাবরণকে স্মরণীয় করে রাখতে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা শিব চন্ডির পুজোয় মেতে উঠেছেন। তিন দিনব্যাপী চলা এই পুজোয় বহু মানুষের ভিড় জমছে। অনন্ত মহারাজের শপথ গ্রহণের পর এই পুজোর সমাপ্তি ঘোষণা করা হবে।”
Sarthak Pandit