TRENDING:

Cooch Behar News: ভয়ঙ্কর অভাবে দিন কাটছে, সরকারি সাহায্যের আবেদন রাজ্যের হস্তচালিত তাতঁ শিল্পীদের

Last Updated:

Cooch Behar News: দীর্ঘ সময় ধরে ব্যাপক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন যাপন করছেন কোচবিহারের হস্তচালিত তাঁত শিল্পীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: দীর্ঘ সময় ধরে ব্যাপক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন যাপন করছেন কোচবিহারের হস্ত চালিত তাঁত শিল্পীরা! দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। তবুও এই শিল্পীদের দোরগোড়ায় কোন সরকারি সাহায্য এসে উপস্থিত হয়নি। তাই বর্তমানে এই কষ্ট বুকে চেপেই জীবন-যাপন করে চলেছেন এই শিল্পীরা। সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের সময় নির্ঘণ্ট আর কিছু দিনের মধ্যেই ঘোষণা করা হবে।
advertisement

তাই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছেন এই মানুষেরা। এই হস্ত চালিত তাঁত শিল্পীরা সকল স্তরের কাছে সরকারি সাহায্যের জন্য কাতর আর্তি জানাচ্ছেন। যদি সরকারি সাহায্য এই মানুষদের দোরগোড়ায় এসে উপস্থিত হয়। তবে জীবনযাপন করতে কিছুটা হলেও সুবিধা হবে এই মানুষদের।

আরও পড়ুন: সব জল্পনার অবসান! মমতার সঙ্গে হঠাৎ বৈঠক কেন, স্পষ্টভাবেই কারণ জানিয়ে দিলেন সৌরভ

advertisement

এক হস্ত চালিত তাঁত শিল্পী যতীন্দ্র রায় জানান, "দীর্ঘ সময় পেরিয়ে গেছে এই তাঁতের কাজ করতে করতে। তবুও সরকারি সাহায্য মেলেনি কিছুই। গত এক বছর ধরে শুধুমাত্র বৃদ্ধ ভাতা পেয়েছেন। তবে এই প্রাচীন ঐতিহ্য হস্ত চালিত তাঁত মেশিন ও শিল্পীদের বাঁচিয়ে রাখতে এখনোও পর্যন্ত কোন সরকারি সুযোগ কিংবা সুবিধা পায়নি কোন শিল্পী।" তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে আবার আশায় বুক বাঁধতে শুরু করেছেন এই শিল্পীরা। দীর্ঘ সময় ধরে এই কাজ করে সংসার চালিয়ে আসলেও। বর্তমান সময়ে এই পেশার ওপর নির্ভর করে সংসার চালানো রীতিমত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই এই বিকল্প পেশা বেছে নিয়েছেন অনেকেই।

advertisement

আরও পড়ুন: রাঘব বোয়াল থেকে চুনো পুঁটি, ৫১৭ বছরের এই মেলা মাছপ্রেমীদের কাছে স্বর্গ! কোথায় হয় জানেন?

বর্তমান সময়ে অনেকেই বন্ধ করতে বাধ্য হয়েছে নিজেদের তাঁতের মেশিন। তবে গ্রাম বাংলার বহু মানুষ এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এখনোও পর্যন্ত রীতিমত আঁকড়ে ধরে রয়েছে হস্ত চালিত তাঁত মেশিনকে। কোচবিহারের কালিঘাট এলাকায় তাঁত শিল্পীদের কাহিনীও তাদের থেকে আলাদা কিছু নয়। এখনও নিপুণ হাতে তাঁত মেশিন চালিয়ে অসম এর গামছা, মেখলা তৈরি করে চলেছেন এই শিল্পীরা। তবে সরকারি সাহায্য না পেলে বেশিদিন এই শিল্প ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। পেটের তাগিদে এই শিল্প ছাড়তে বাধ্য হবেন এই মানুষেরাও। তাই এই মানুষদের কাতর আর্তি শুনে দ্রুত এদের সহায়তায় এগিয়ে আসা উচিত সরকারের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ভয়ঙ্কর অভাবে দিন কাটছে, সরকারি সাহায্যের আবেদন রাজ্যের হস্তচালিত তাতঁ শিল্পীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল